‘রং দে বাসন্তী’র চিত্রনাট্য পড়ে কেঁদেছিলেন শহিদ কাপুর, তবু কেন প্রস্তাব ফিরিয়েছিলেন জানালেন
বলিউডের ইতিহাসে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র হয়ে থাকবে 'রং দে বাসন্তী'। এ সিনেমায় অভিনয় করা প্রধান চরিত্রগুলো অভিনেতাদের জীবনে মাইলফলক হয়ে আছে।
২০০৬ সালের ব্লকবাস্টার এই সিনেমায় অভিনয়ের জন্য শহিদ কাপুরকে প্রস্তাব দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন শহিদ।
এই বলিউড তারকা জানান, চিত্রনাট্য পড়ে দারুণ পছন্দ হলেও শেষপর্যন্ত চরিত্রটি তিনি ফিরিয়ে দেন। ফিরিয়ে দেওয়ার কারণও জানান সম্প্রতি।
রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচলাইত 'রং দে বাসন্তী'তে প্রধান চরিত্রে অভিনয় করছেন আমির খান; সঙ্গে অন্যতম প্রধান চরিত্রে ছিলেন সিদ্ধার্থ, অতুল কুলকার্নি, শারমান জোশি, কুনাল কাপুর ও সোহা আলি খান।
নেহা ধুপিয়ার টক বিএফএফএস উইথ ভোগ-এ সাক্ষাৎকার দিতে এসে শহিদ কাপুর জানান, সিদ্ধার্থের অভিনয় করা করন সিঙ্ঘানিয়া চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে।
শহিদ বলেন, 'সিনেমাটি না করার জন্য আমার আফসোস হয়। তারা আমাকে সিদ্ধার্থের চরিত্রের জন্য বাছাই করেছিলেন। চিত্রনাট্য পড়ার সময় আমি কাঁদছিলাম—দারুণ পছন্দ করেছিলাম ওটা। কিন্তু কপাল খারাপ, সিনেমাটির জন্য সময় বের করতে পারিনি।'
উল্লেখ্য, সঞ্জয় সিঙ্ঘানিয়ার চরিত্রের জন্য অভিনেতা বাছাই করতে হিমশিম খেতে হয়েছিল রাকেশ ওমপ্রকাশ মেহরাকে। আত্মজীবনী 'দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর'-এ এই পরিচালক লিখেছেন, এ চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন হৃতিক রোশন। আমিরকে নিয়েও হৃতিকের সঙ্গে দেখা করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে-বলে মিলেনি তার সঙ্গে।
পরে অভিষেক বচ্চনকে প্রস্তাব দেওয়া হয় এই চরিত্রের জন্য, কিন্তু তিনিও মানা করে দেন। শুটিং শুরু হওয়ার এক মাস আগে অবশেষে ওই চরিত্রে সিদ্ধার্থকে বাছাই করা হয়।