১০টি ফ্লপ, ১০ বছরে নেই কোনো হিট, এখন ৩৫০ কোটি রুপি বাজেটের সিনেমায় অভিনয় করবেন এ অভিনেতা
কিছু অভিনেতা ক্যারিয়ার শুরুতে ফ্লপ সিনেমা উপহার দেন, পরে সময়ের সঙ্গে পোড় খেয়ে তারকা হয়ে ওঠেন। আবার কিছু অভিনেতা প্রথম সিনেমা দিয়ে তারকা হয়ে উঠলেও পরে দর্শকদের মন জয় করতে পারেন না। এমনই একজন বলিউড অভিনেতা এবার ৩৫০ কোটি রুপি বাজেটের সিনেমায় অভিনয় করছেন।
গত ১০-১১ বছরে ১০টি ফ্লপ সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেতা। তবে এবার তিনি পর্দায় আসছেন দারুণ ব্যবসা করা ফ্র্যাঞ্চাইজির ভিলেন হিসেবে। তিনি বনি কাপুরের ছেলে অর্জুন কাপুর।
বলিউডে অর্জুন কাপুরের অভিষেক 'ইশকজাদে' দিয়ে। ছবিটি বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করে। এরপর অর্জুন কাপুরকে দেখা যায় ব্যবসাসফল 'গুন্ডে' ও '২ স্টেটস'-এ।
কিন্তু এরপরই অর্জুন কাপুরের ক্যারিয়ারে নেমে আসে হিটখরা। একের পর এক ফ্লপ হতে থাকে তার সিনেমা।
এই সাফল্যখরার মধ্যেও শাহরুখ খান, কাজলের সঙ্গে করণ জোহরের একটি সিনেমা ফিরিয়ে দিয়েছেন অর্জুন কাপুর। নির্মাতা নিজেই এ তথ্য জানিয়েছেন, যদিও প্রজেক্টের নাম জানাননি।
এদিকে বলিউড হাঙ্গামার তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর অর্জুন কাপুরের আর কোনো ব্যবসাসফল সিনেমা নেই। এর মধ্যে কারিনা কাপুরের সঙ্গেও করা 'কি অ্যান্ড কা' ছবিটি সেমি-হিট ছিল।
এ সময়ে অর্জুন কাপুরের কিছু ছবি—'হাফ গার্লফ্রেন্ড' ও 'মুবারাকান'—গড়পড়তা ব্যবসা করেছে। কিন্তু 'এক ভিলেন রিটার্নস', 'দ্য লেডি কিলার','সন্দীপ অউর পিঙ্কি ফারার','পানিপাত', 'ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড', 'নমস্তে ইংল্যান্ড', 'ফাইন্ডিং ফ্যানি', 'তেভার' ও 'আওরঙ্গজেব' ছবিগুলো বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে।
অর্জুন কাপুরের হাতে এখন আছে রোহিত শেঠির 'সিংহাম অ্যাগেইন'। এ ছবি দিয়ে হিটের দেখা পাওয়ার আশা করছেন তিনি। এ ছবিতে অর্জুন কাপুরকে অজয় দেবগন, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও টাইগার শ্রফের বিপরীতে ভিলেনের চরিত্রে দেখা যাবে।
ছবিটি ৩৫০ কোটি টাকার চড়া বাজেটে নির্মিত হচ্ছে। এবারের দিওয়ালিতে মুক্তির কথা আছে ছবিটির। সেক্ষেত্রে ছবিটিকে কার্তিক আরিয়ান ও বিদ্যা বালানের 'ভুল ভুলাইয়া ৩'-এর সঙ্গে লড়তে হবে।
এছাড়াও বনি কাপুর ঘোষণা দিয়েছেন, 'নো এন্ট্রি'-এর সিক্যুয়েলে অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্জ অভিনয় করবেন। এর শুটিং এখনও শুরু হয়নি।