ঐশীর ‘দুষ্টু পোলাপাইন’ গানে নাচলেন সানি লিওনি
দেশীয় গানের বাজারে নতুন ধামাকা নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিল টিএম রেকর্ডস। তাদের প্রকাশিত একের পর এক গান ও সেগুলোর মিউজিক ভিডিওতে দেখা গেছে তারই প্রতিফলন।
কিছুদিন আগেই 'দুষ্টু পোলাপাইন' শিরোনামে একটি গানের এক ঝলক প্রকাশ করেছে টিএম রেকর্ডস। তাপসের রচনা, সুর ও কম্পোজিশনে গানটি গেয়েছেন সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা ঐশী।
আর সেই গানের মিউজিক ভিডিওতে হাজির হয়েছেন বলিউডের হার্টথ্রব নায়িকা সানি লিওনি!
গানটি প্রযোজনা করেছেন টিএম রেকর্ডসের চেয়ারপারসন, ফ্যাশন আইকন ফারজানা মুন্নি এবং কোরিওগ্রাফিতে ছিলেন বলিউডের কোরিওগ্রাফার আদিল শেখ।
'দুষ্টু পোলাপাইন' গানে তরুণ প্রজন্মের গায়িকার ঐশীর মন মাতানো কন্ঠস্বরকেই নতুন রূপে তুলে ধরেছেন তাপস।
গায়িকা ফাতিমা তুজ জোহরা ঐশী বলেন, "কৌশিক হোসেন তাপস এবং ফারজানা মুন্নি এই গানে আমাকে নতুনভাবে আবিষ্কার করেছেন। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। তারা আমার মতো তরুণ শিল্পীদেরদে বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন এবং সেই স্বপ্ন পূরণে সাহায্য করেছেন। টিএম রেকর্ডসের নতুন যাত্রার সঙ্গী হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। বিশেষ করে সানি লিওনির মতো একজন তারকা আমার একটি গানে থাকছেন, এটা খুব বড় বিষয়।"
ঐশী মনে করেন, বাংলা গানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে টিএম রেকর্ডস।
গানের নিজস্ব সৌন্দর্য্যবোধের পাশাপাশি এটিকে আরও নান্দনিক করে তোলার দিকে মনোযোগ দেয় টিএম রেকর্ডস। তাই তাদের প্রতিটী গানের মিউজিক ভিডিওই আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মাণ করা হয়।
ঐশীর 'দুষ্টু পোলাপাইন' গানের শুটিং হয়েছে ভারতের মুম্বাইয়ে।