নেটে ব্যাটিং করছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী! আসছে নতুন ছবি
শীঘ্রই ক্রিকেট মুডে দেখা যাবে জাহ্নবী কাপুরকে। গত বছর 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' চলচ্চিত্রের ঘোষণা দিয়েছিল করণ জোহরের ধর্মা প্রোডাকশন। সেই ঘোষণার পর থেকে অধীর আগ্রহে জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাওয়ের এই ছবির জন্য অপেক্ষা করছিলেন ভক্তরা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছবিটির শুটিংয়ের বেশকিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রীদেবী-কন্যা।
ছবি পোস্ট করে জাহ্নবী লেখেন, "ক্রিকেট ক্যাম্প #মি. অ্যান্ড মিসেস মাহি"। প্রথম ছবিতে হেলমেট পরা দৃঢ়চিত্তের জাহ্নবীকে দেখা যাচ্ছে। অন্য একটি ছবিতে ক্রিকেটার দীনেশ কার্তিক ও পরিচালক শরন শর্মাকে তার সাথে খেলার মাঠে দেখা গেছে। তাছাড়া আলাদা একটি ছবিতে শরন জাহ্নবীকে ট্যাগ দিয়ে লিখেছেন 'ইন পারস্যুট অব দ্য পারফেক্ট কভার ড্রাইভ।"
মিস্টার অ্যান্ড মিসেস মাহি ক্রিকেটার এবং প্রাক্তন টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উপর ভিত্তি করে দ্বিতীয় ছবি বলে মনে করা হচ্ছে। জাহ্নবীর পাশাপাশি ছবিতে রয়েছেন রাজকুমার রাও। রুহির পর দ্বিতীয়বার একসঙ্গে দেখা যাবে জাহ্নবী ও রাজকুমারকে।
এছাড়া গেল মাসেই বাবা বনি কাপুরের প্রযোজনায় সারভাইভাল থ্রিলার 'মিলি'র শুটিং শেষ করেছেন জাহ্নবী। এটি ২০১৯ সালের মালয়ালাম ছবি 'হেলেন'-এর রিমেক।
সূত্র: হিন্দুস্তান টাইমস