আদালতে বসে ডুডলিং করছিলেন জনি ডেপ, টিকটক ভিডিও ভাইরাল!
জনি ডেপ বনাম অ্যাম্বার হার্ড মামলা এখন গোটা বিশ্বে বহুল চর্চিত একটি বিষয়। প্রতিনিয়ত আসছে নতুন নতুন খবর, মোড় নিচ্ছে ভিন্ন নাটকীয়তায়। কিন্তু এবার যে কারণ জনি ডেপ টিকটকে ভাইরাল হলেন, তা একেবারেই আলাদা!
মামলার এত ঝক্কি-ঝামেলার মধ্যেও নিজের স্বভাবজাত খুনসুটি ভুলে যাননি ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। তাই তো মামলার ট্রায়ালের সময় আদালত কক্ষে বসে একমনে ডুডলিং করছিলেন এই অভিনেতা!
২৬ এপ্রিলের সেই ভিডিওতে দেখা যায়, নিজের আইনজীবি বেঞ্জামিন চিউর পাশে বসে স্কেচিং করছেন জনি। আবার কিছুক্ষণ পর নিজের আঁকা ডুডল বেঞ্জামিনকে দেখালেন। এসময় জনির মুখে হাসি ফুটে উঠে, আর কাগজের টুকরোতে দেখা যায় একজনের মুখের ছবি!
মজার ব্যাপার হলো, জনির এই কীর্তিতে সায় দিয়েছেন তার অ্যাটর্নি। মাথা নেড়ে জনিকে অনুমোদন দেওয়ার পরই বিচারকের দিকে মনোযোগ দেন তিনি।
জনি ডেপের এই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। টিকটকে মাত্র ১৮ ঘন্টায় তার এই ভিডিওটি দেখেছেন ৪ মিলিয়ন মানুষ।
সূত্র: ইন্ডিপেনডেন্ট