মিসাইল অ্যালার্ট: চীনের সঙ্গে উত্তেজনার মাঝে এয়ার রেইডের অনুশীলন করলো তাইওয়ান
চীনের আক্রমণের বিরুদ্ধে প্রস্তুতি হিসেবে নতুন একটি এয়ার রেইড অনুশীলন করেছে তাইওয়ান। এর জন্য সোমবার (২৫ জুলাই) রাজধানী তাইপেসহ বিভিন্ন অঞ্চলে রাস্তাঘাটা ফাঁকা রাখা ও লোকজনকে ঘর থেকে বের না হওয়ার আদেশ দেওয়া হয়।
দুপুর দেড়টায় রাস্তাঘাট ফাঁকা করার অনুশীলনের জন্য সাইরেন বাজানো পর চীন থেকে বিচ্ছিন্ন এ দ্বীপের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় কর্মচাঞ্চল্য ৩০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়।
এ সময় জনগণকে মোবাইল এসএমএসের মাধ্যমে 'মিসাইল সতর্কবার্তা'ও পাঠানো হয়। ওই বার্তায় তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
ওয়ান অ্যান নামের ওই মহড়ার অনুশীলন পরিচালনা করার পর তাইপের মেয়র কো ওয়েন-জে বলেন, 'যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এ ধরনের প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ।'
গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে চীন। প্রয়োজনে তাইওয়ানকে যুদ্ধের মাধ্যমে দখল করে নেওয়ার ইঙ্গিতও অনেকবার দিয়েছিল দেশটি। অন্যদিকে চীনের দাবি প্রত্যাখান করে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে বলে সবসময় দৃঢ় অবস্থান জানিয়েছে তাইওয়ান।
'সাম্প্রতিক বছরগুলোতে চীনের যুদ্ধবিমান প্রায়ই তাইওয়ানের আকাশসীমা লংঘন করেছে। এছাড়া ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে। এসব ঘটনা আমাদেরকে সতর্ক থাকার কথা মনে করিয়ে দিচ্ছে,' বলেন মেয়র কো।
অনুশীলনের অংশ হিসেবে তাইপেতে পুলিশ যানবাহনকে রাস্তার পাশে সরে যাওয়ার ও পথচারীদের নিরাপদ আশ্রয় খোঁজার নির্দেশনা দিয়েছে। রাত্রিকালীন সময়ে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত না হওয়ার জন্য দোকান ও রেস্তোরাঁগুলোর বাতি নিভিয়ে রাখা হয়েছে।
এ সময় দমকলকর্মীরা মিসাইল আক্রমণ থেকে লাগা আগুন নেভানোর অনুশীলনও করেছেন। ৩০ মিনিট অনুশীলনের পর সবকিছু আবার স্বাভাবিক ঘোষণা করা হয়।
তাইওয়ান-চীনের এ দ্বন্দ্বের প্রভাব ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রেও। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে আলাদা কোনো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও তাইওয়ানে কোনো প্রকার হামলা হলে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে।
মার্কিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ানে সম্ভাব্য ভ্রমণের কথা গণমাধ্যমে আসার পর চীন স্বীকার করেছে তারা এ বিষয়ে বাইডেন প্রশাসনকে সতর্কতার মাত্রা বাড়িয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, পেলোসির ভ্রমণ নিয়ে আগ বাড়ালে চীন তার বিরুদ্ধে 'বলপূর্বক' ব্যবস্থা গ্রহণ করবে।
তাইওয়ানের আইন অনুযায়ী এখানে নির্দিষ্ট সময় পরপর এয়ার রেইড বিষয়ক অনুশীলন করতে হয়। এ সপ্তাহে তাইওয়ানের অন্যান্য অঞ্চলেও একই ধরনের মহড়া অনুষ্ঠিত হবে।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে নিজেদের সতর্কতার মাত্রা বাড়িয়েছে তাইওয়ান।
সূত্র: রয়টার্স