৫০০০ থেকে ৪০,০০০ কোটির সাম্রাজ্য! ভারতের ‘ওয়ারেন বাফেট’ খ্যাত রাকেশ ঝুনঝুনওয়ালার প্রয়াণ
মারা গেছেন ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা। অসুস্থবোধ করায় সকালে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে এই ব্যবসায়ীর বয়স হয়েছিল ৬২ বছর। খবর হিন্দুস্তান টাইমসের।
সম্প্রতি রাকেশ ঝুনঝুনওয়ালার পৃষ্ঠপোষকতায় ভারতে যাত্রা শুরু করেছিল আকাসা এয়ারলাইনস। বিভিন্ন রুটে সস্তায় বিমান পরিষেবা দেওয়ার উদ্দেশ্য ছিল এই সংস্থা্র।
রাকেশ ঝুনঝুনওয়ালার পরিচিতি ছড়িয়ে পড়েছিল তার বিনিয়োগের জন্য। শেয়ার বাজারে অঙ্ক কষা বিনিয়োগ তাকে 'ভারতীয় ওয়ারেন বাফেট' হিসেবে পরিচিতি দিয়েছিল। এছাড়াও তিনি ছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট।
ফোর্বস ম্যাগাজিনের সর্বশেষ আপডেট অনুযায়ী রাকেশ ঝুনঝুনওয়ালা ৫.১ বিলিয়ন ডলারের মালিক। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪০ হাজার কোটি রূপি।
রাকেশ ঝুনঝুনওয়ালার উত্থান
১৯৬০ সালের ৫ জুলাই মুম্বাইতে জন্মগ্রহণ করেন রাকেশ ঝুনঝুনওয়ালা। রাকেশের বাবা ছিলেন একজন আয়কর কর্মকর্তা। বাবার কাছ থেকেই শেয়ারবাজারে আগ্রহ জন্মায় রাকেশের।
পরবর্তীতে নিজের একটি শেয়ার ট্রেডিং সংস্থা চালু করেন রাকেশ ঝুনঝুনওয়ালা। সংস্থার নাম ছিল 'রেয়ার' (RARE)। নিজের এবং স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার নামের প্রথম দুই অক্ষর মিলিয়ে এই নাম রেখেছিলেন তিনি।
১৯৮৭ সালে রেখা ঝুনঝুনওয়ালাকে বিয়ে করেন রাকেশ। তাদের এক কন্যা এবং যমজ পুত্র রয়েছে।
জীবদ্দশায় বহু মাল্টিব্যাগার শেয়ারে বিনিয়োগ করেছেন রাকেশ ঝুনঝুনওয়ালা। ২০০২ সালে রাকেশ টাইটান সংস্থার শেয়ার কিনেছিলেন মাত্র ৩ রূপি দরে। আজ এই সংস্থার শেয়ারের দর ২১৪০ রূপি। রাকেশ ঝুনঝুনওয়ালা সংস্থাটির ৪.৪ কোটি শেয়ার বা ৫.১ শতাংশের মালিক।
ভারতের অনেক বড় বড় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা।
তিনি একজন চলচ্চিত্র প্রযোজকও। 'ইংলিশ-ভিংলিশ', 'শমিতাভ', 'কি অ্যান্ড কা'-এর মতো সিনেমা নির্মাণ করেছেন। হাঙ্গামা ডিজিটাল মিডিয়া এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ছিলেন রাকেশ।
১৯৮৫ সালে মাত্র ৫ হাজার রূপি বিনিয়োগ করে তার যাত্রা শুরু হয়েছিল। টাটা টি-এর শেয়ারে বিনিয়োগ করেছিলেন তিনি। মৃত্যুকালে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি রূপি।