ভারতীয় পররাষ্ট্রনীতির প্রশংসায় উচ্ছ্বসিত ইমরান, র্যালিতে দেখানো হলো জয়শঙ্করের ভিডিও
রাশিয়ার তেল কেনায় পশ্চিমারা ভারতের সমালোচনা করছে, যার নিন্দা করেছেন ইমরান খান। একইসঙ্গে, স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য নয়াদিল্লির প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী।
আজ রোববার (১৪ আগস্ট) পাকিস্তানের লাহোরে এক র্যালি আয়োজন করেন ইমরান খান। সেখানে দেখানো হয়, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ভিডিও। পশ্চিমাদের চাপ উপেক্ষা করে রাশিয়ার তেল কেনার সিদ্ধান্তে অটল থাকায়, এসময় ইমরান তার প্রশংসা করেন।
'ভারত ও পাকিস্তান একই সময়ে স্বাধীনতা অর্জন করে। দিল্লি যদি নিজ জনগণের প্রয়োজন অনুসারে দৃঢ় অবস্থান নিতে পারে; তাহলে তারা কে (পাকিস্তানী প্রধানমন্ত্রী শাহ্বাজ শরিফের সরকার) যারা এর থেকে দূরে সরে যাচ্ছে'।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাকে বক্তব্য উদ্ধৃত করে, 'ওরা (আমেরিকা) ভারতকে হুকুম দিয়েছিল, রাশিয়া থেকে তেল না কেনার। অথচ ভারত আমেরিকার কৌশলগত মিত্র, যা পাকিস্তান নয়। আসুন দেখি তার প্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কী জবাব দিয়েছেন'। এই বলেই জয়শঙ্করের ভিডিও ক্লিপটি চালিয়ে উপস্থিত জনতাকে দেখান ইমরান।
এসময় ভারতের প্রশংসা করে ইমরান আরও বলেন, 'জয়শঙ্কর তাদের বলেছেন, তোমরা (এসব বলার) কে? ইউরোপ রাশিয়া থেকে গ্যাস কিনছে, আমাদের জনগণের প্রয়োজন অনুসারে আমরাও কিনব? এটাই একটি স্বাধীন দেশের পরিচয়'।
আমেরিকার কথামতো রাশিয়ার তেল না কেনায় শাহ্বাজ শরিফের সরকারের নিন্দা করেন ইমরান।
তিনি বলেন, আমাদের সরকার রাশিয়ার সাথে সস্তায় তেল কেনার আলোচনা করেছিল। কিন্তু এই সরকারের মার্কিন চাপের মুখে না বলার সাহস নেই। অথচ দেশে জ্বালানির দাম আকাশচুম্বী, মানুষও দারিদ্র্যসীমার নিচে। আমি এই দাসত্বের বিরোধী'।
এর আগে স্লোভেনিয়ার ব্রাতিস্লাভায় অনুষ্ঠিত গ্লোবসেক-২০২২ সম্মেলনে অংশ নিয়ে তার বহুল আলোচিত মন্তব্যটি করেন জয়শঙ্কর।
সেখানে তিনি ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে পশ্চিমাদের সমালোচনার পাল্টা জবাব দেন।
ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম চড়েছে। এতে সবচেয়ে বেশি দুর্দশায় উন্নয়নশীল দেশগুলি। সেদিকে আলোকপাত করে জয়শঙ্কর প্রশ্ন করেন, ইউক্রেন যুদ্ধের মধ্যেও ইউরোপ যদি রাশিয়ান গ্যাস কিনতে পারে, তাহলে ভারতের ক্ষেত্রে কেন তারা উল্টো প্রতিবাদ করছে।
ভারত তেল কিনে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আর্থিক সমর্থন দিচ্ছে কিনা–এমন প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, 'আমি তর্ক করতে চাই না। তবে জানতে চাই, ভারতের তেল কেনা যদি যুদ্ধের অর্থায়ন হয়…তাহলে রাশিয়ার গ্যাস কিনেও কি তা করা হচ্ছে না? শুধু কি ভারতের সাথে রাশিয়ার তেল বাণিজ্য অর্থায়নের জন্য দায়ী? ইউরোপের আমদানি করা রাশিয়ান গ্যাস তবে কী?- আসুন আমরা একটু নিরপেক্ষভাবে ভাবতে শিখি'।
- সূত্র: এনডিটিভি