দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, বালমোরালে রানির পাশে পরিবার
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাকিংহাম প্যালেস সূত্রে জানা যায়, চিকিৎসকরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
চিকিৎসকেরা রানিকে মেডিকেল নজরদারিতে রাখার পরামর্শও দিয়েছেন। রাজপুত্র চার্লসসহ রাজপরিবারের অন্যান্য সদস্যরা রানির সঙ্গে থাকার জন্য বালমোরাল দুর্গে রওনা হয়েছেন।
৯৬ বছর বয়সী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ গতবছরে অক্টোবর মাস থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। বাকিংহাম প্যালেস তার অসুস্থতাকে 'এপিসোডিক মবিলিটি' সমস্যা বলে জানিয়েছে।
জানা গেছে, গতকাল থেকেই রানি দ্বিতীয় এলিজাবেথের শরীর খুব একটা ভালো ছিলনা। শারীরিক কারণে তিনি রাজনৈতিক পরামর্শদাতাদের সঙ্গে বৈঠকে বসা থেকে বিরত থাকেন। তবে এর আগে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দেখা ও নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিষিক্ত করেন রানি।
গত অক্টোবরে অসুস্থতার পর জনসমক্ষে আসাও কমিয়ে দিয়েছিলেন রানি। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার রেকর্ড দ্বিতীয় এলিজাবেথের। ১৯৫২ সালে ব্রিটেনের সিংহাসনে বসেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস