রাশিয়ায় অন্তর্ভুক্ত হলো চার অঞ্চল, কিয়েভকে আলোচনায় ফেরার আহ্বান পুতিনের
ইউক্রেনের অধিকৃত চারটি অঞ্চল– দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার নথিতে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর দেওয়া ভাষণে তিনি কিয়েভকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন।
এর আগে অধিকৃত অঞ্চলে গণভোটের আয়োজন করে রুশ কর্তৃপক্ষ। গণভোটে অধিকাংশ বাসিন্দা রাশিয়ায় যোগদানের পক্ষে মত দেয় বলে দাবি ক্রেমলিনের।
ওই ফলাফলের ভিত্তিতে অঞ্চলগুলিকে রাশিয়ান ফেডারেশনে অন্তর্ভুক্ত করতে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ক্রেমলিন প্রাসাদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এই গণভোটের ফলাফল প্রত্যাখ্যান করে একে 'অবৈধ' বলে অভিহিত করেছে।
কিয়েভ এর আগে জানায়, ইউক্রেনীয় ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করলে রাশিয়ার সাথে আলোচনার পথ বন্ধ হবে।
তারপরও আজ শুক্রবার পুতিন শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, 'কিয়েভ প্রশাসনের প্রতি আমরা সব ধরনের সংঘাত বন্ধের আহ্বান জানাই। ২০১৪ সাল থেকে যে যুদ্ধ তারা শুরু করেছে– আমরা তা বন্ধ করে তাদের আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানাচ্ছি'।
তবে যেসব অঞ্চল রাশিয়ায় অন্তর্ভুক্ত হতে চায়–তাদের সাথে 'বেঈমানি' করবে না মস্কো।
এর মাধ্যমে পুতিন স্পষ্ট ইঙ্গিত দিলেন, যে কিয়েভ আলোচনায় না ফিরলে ভবিষ্যতে রুশ বাহিনীর দখলে নেওয়া অন্য অঞ্চলকেও একইভাবে রাশিয়ায় অন্তর্ভুক্ত করা হতে পারে। অথবা যেসব অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে– তাদের নিয়ন্ত্রণ আর ছাড়বে না রাশিয়া।
পুতিন গণভোটের ফলাফলের প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, 'জনগণ তাদের মত দিয়েছে, এটি অত্যন্ত সুস্পষ্ট'।
এই চারটি অঞ্চলের জনগনের 'স্বাধীন ইচ্ছে'র প্রতি সম্মান জানাতে কিয়েভের প্রতি আহ্বান জানান পুতিন।
তিনি বলেন, 'শান্তিপ্রতিষ্ঠার এটাই একমাত্র উপায়'।
এসময় রুশ প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশিয়া তার সকল অঞ্চলকে সম্ভাব্য সব উপায়ে রক্ষা করবে এবং 'নিজ জনগণের নিরাপত্তা নিশ্চিতে সবকিছুই করতে পারে'।
রাশিয়ায় অন্তর্ভুক্ত করা চারটি অঞ্চলকে পুনর্গঠনে সহায়তা দেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন পুতিন। রাশিয়ান ফেডারেশনের সকল অঞ্চলের সমর্থনই এখানকার অধিবাসীরা পাবে বলে জানান তিনি।
- সূত্র: আরটি, বিবিসি