না ফেরার দেশে নরেন্দ্র মোদির মা
শতবছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) ভারতের স্থানীয় সময় সকাল ছয়টা দুই মিনিটে টুইটারে মায়ের ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী।
হাতে প্রদীপ নিয়ে বসে থাকা সদ্যপ্রয়াত মায়ের ছবির ক্যাপশনে মোদি লিখেছেন, "ঈশ্বরের চরণে বিশ্রাম নেবেন অপরূপ শতায়ু। মায়ের মধ্যে আমি সবসময় তিনটি স্বত্বা অনুভব করেছি - তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগী এবং মূল্যবোধের প্রতি জীবন উৎসর্গ করা।"
১৯২৩ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মোদির মা হীরাবেন। চলতি বছর শততম জন্মদিন পালন করেন তিনি। সেইসময় মায়ের সঙ্গে গান্ধীনগরে দেখা করেছিলেন মোদি।
মাকে হারানোর পর সেদিনের কথাও ভেসে আসছে মোদির মনে। টুইটারে তিনি বলেন, "শততম জন্মদিনে যখন দেখা করেছিলাম, তখন মা একটা কথা বলেছিলেন, যা আমি চিরকাল মনে রাখব। (মা বলেছিলেন) বুদ্ধি দিয়ে কাজ করো, পবিত্রতার সঙ্গে জীবনযাপন করো।"
শততম জন্মদিনের পর চলতি মাসের শুরুর দিকে মায়ের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী। তার আশীর্বাদ নিয়েছিলেন।
এরইমধ্যে গত বুধবার প্রধানমন্ত্রীর মাকে ইউ এন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। সেদিন বিকেলেই হাসপাতালে গিয়েছিলেন মোদি।
সেইসময় জানানো হয়েছিল, মোদির মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দাদা সোমভাই জানান, মায়ের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। কয়েকটি রিপোর্টের ভিত্তিতে তাকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু বৃহস্পতিবার ভোরেই আসে দুঃসবাদ।