চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এবার ‘আর্নি বট’ আনছে চীন
বিশ্বজুড়ে গুগল কিংবা বিং এর মত সার্চ ইঞ্জিনগুলো জনপ্রিয় হলেও দেশ হিসেবে চীন এদিক থেকে ভিন্ন। চীনে গুগল কিংবা বিং নয়, বরং সার্চ ইঞ্জিন হিসেবে জনপ্রিয় বাইদু। কেননা প্রযুক্তি সম্পর্কিত বিষয়গুলোতে চীন বরাবরই অন্য দেশের ওপর নির্ভরতা কমিয়ে উল্টো নিজ দেশে নির্দিষ্ট ঐ প্রযুক্তির বিকল্প তৈরি করে থাকে।
বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট প্রযুক্তির ক্ষেত্রেও চীন একই পথে হাঁটল। এবার চীনের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন বাইদু 'আর্নি বট' নামের নিজস্ব ওপেন এআই চ্যাটবট আনার ঘোষণা দিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স-এর।
আজ (মঙ্গলবার) বাইদু'র পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী মার্চের মধ্যেই এআই চ্যাটবটটির টেস্টিং সম্পন্ন হবে। আর এ ঘোষণার পরেই কোম্পানিটির হংকং স্টক এক্সচেঞ্জের শেয়ার তাৎক্ষণিক ১৩.৪ শতাংশের মত বৃদ্ধি পেয়েছে।
২০১৯ সালে বাইদু 'আর্নি' নামক একটি উন্নত এআই ভাষা মডেল তৈরি করে। ধীরে ধীরে এ মডেলটিতে 'ল্যাংগুয়েজ জেনারেশন' ও 'টেক্সট টু ইমেজ জেনারেশন' এর মত উন্নত সব প্রযুক্তি যুক্ত করা হয়। আর বর্তমানে এই এআই ভাষা মডেলের উপর ভিত্তি করেই তৈরি করা হচ্ছে 'আর্নি বট'।
চ্যাটবটটি তৈরিতে যুক্ত থাকা এক ব্যক্তি রয়টার্সকে জানান, আগামী মার্চের মধ্যেই 'আর্নি বট' এআই চ্যাটবট হিসেবে প্রতিযোগিতার জন্য বাজারে উন্মুক্ত করা হবে। বাইদু এ প্লাটফর্মটিকে মূলত একটি স্বতন্ত্র অ্যাপ্লিকেশন হিসেবে গড়ে তুলতে চায়। একইসাথে ধীরে ধীরে এ চ্যাটবটকে নিজেদের সার্চ ইঞ্জিনের সাথে সমন্বয় করার কথাও জানানো হয়।
বাইদু যখন নিজেদের এআই তৈরিতে ব্যস্ত তখন চ্যাটজিপিটির জনপ্রিয়তা দেখে এর সঙ্গে বিদ্যমান অংশীদারত্বের পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এ ওপেনএআই প্ল্যাটফর্মে আরও প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট এ কোম্পানিটি। একইসাথে গুঞ্জন রয়েছে যে, খুব শিগগিরই মাইক্রোসফটও তাদের সার্চ ইঞ্জিন 'বিং'-এ এআই প্রযুক্তিটি সংযুক্ত করার ঘোষণা দিতে পারে।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বসে নেই প্রযুক্তি জায়ান্ট গুগলও। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এআই চ্যাটবট 'বার্ড' আনার ঘোষণা দিয়েছে। এছাড়াও গুগল ও বিং এর সাথে তাল মিলিয়ে গুগলের সিইও সুন্দর পিচাই জানান, গুগল সার্চ ইঞ্জিনেও খুব শিগগিরই এআই চালিত চ্যাটবট সুবিধা সংযুক্ত করা হবে।