নিজেদের প্রথম বৈদ্যুতিক বাইসাইকেল প্রদর্শন করল হোন্ডা
জনপ্রিয় ব্র্যান্ড হোন্ডা বাজারে নিজেদের প্রথম বৈদ্যুতিক বাইসাইকেল প্রদর্শন করেছে। আকর্ষণীয় ডিজাইনের বাইসাইকেলটির নাম রাখা হয়েছে হোন্ডা ই-এমটিবি কনসেপ্ট।
বাইসাইকেলটি টোকিওতে অনুষ্ঠিত জাপান মোবিলিটি শো-এ কনসেপ্ট আকারে প্রদর্শন করা হয়েছে। সেখানে জাপানের অন্য জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ডগুলোও নিজেদের নতুন নতুন সব আকর্ষণীয় ভবিষ্যৎ মডেল প্রদর্শন করেছে।
হোন্ডা ই-এমটিবি কনসেপ্টের বাইসাইকেলটি দেখতে অনেকটা ডাউনহিল বৈদ্যুতিক বাইকের মতো। এক্ষেত্রে কিছু বৈদ্যুতিক বাইকের কনসেপ্ট দেখতে চমকপ্রদ হলেও এখনই হয়তো তা বাজারজাত করা সম্ভব নয়। কিন্তু হোন্ডার প্রদর্শনকৃত বাইসাইকেলটি বেশ বাস্তবিক, যা চাইলে দ্রুতই বাজারজাত করা সম্ভব।
কোম্পানি হিসেবে হোন্ডা মূলত মোটরসাইকেল ও বাইসাইকেলের ধারণাকে একীভূত করার চেষ্টা করছে। যাতে করে এই দুইটি ধারণা মিলিয়ে এমন একটি পণ্য তৈরী করা যা ব্যবহার করে পাহাড়ি রাস্তায় চলাচল সম্ভব।
তবে বৈদ্যুতিক বাইসাইকেল তৈরীতে শুধু হোন্ডাই নয়, বরং আরও বেশ কয়েকটি কোম্পানি পাল্লা দিয়ে কাজ করছে। এরমধ্যে রয়েছে হারলে ডেভিডসন, পোর্শে, হামার ইত্যাদি খ্যাতনামা সব কোম্পানি।