যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কার মধ্যেই ইসরায়েলি হামলায় সিনিয়র হিজবুল্লাহ কমান্ডার নিহত
লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর অভিজাত বাহিনী– রাদওয়ান ফোর্সের জ্যেষ্ঠ এক কমান্ডার নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ড্রোন থেকে হামলা চালিয়ে তাঁকে হত্যা করেছে ইসরায়েল। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হিজবুল্লাহ'র পক্ষ থেকে তাঁর নাম প্রকাশ করা হয়নি।
মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যখন এই অঞ্চল সফর করছেন– তারমধ্যেই ঘটলো এ ঘটনা।
গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই হামাসের সমর্থনে লেবানন থেকে রকেট হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। কিছুদিন আগে লেবাননের রাজধানী বৈরুতে হামাসের উপ-প্রধান সালেহ আল-আরোরিকে এক বিমান হামলায় হত্যা করে ইসরায়েল। তারপর থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি বিনিময় আরও চরম রূপ নেয়। এই অবস্থায়, রাদওয়ান ফোর্সের শীর্ষ একজন কমান্ডারকে হত্যার কথাও জানা গেল।
এদিকে গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন আরও ২৪৯ ফিলিস্তিনি। এসময় অন্তত ৫৪৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এনিয়ে গাজায় ২৩ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল, যাদের মধ্যে ৯ হাজার ৬০০ জনই শিশু। আহত হয়েছে প্রায় ৫৯ হাজার জন। এছাড়া বাস্তুহারা হয়ে বসবাস করতে হচ্ছে লাখ লাখ গাজাবাসীকে, তাঁদের মধ্যে সংক্রামক নানান ধরনের রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও প্রতিনিয়ত বাড়ছে।