স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক নয়: সৌদি আরব
একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া না হলে ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখবে না যুক্তরাষ্ট্র। একইসাথে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার শর্তের বিষয়টিও এক্ষেত্রে যুক্ত রয়েছে।
আজ (বুধবার) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছেন। এদিকে গত মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি সৌদি ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক নিয়ে মন্তব্য করেন। দেশ দুটি সম্পর্কের স্বাভাবিককরণ আলোচনা চালিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কিরবি ফিলিস্তিন ইস্যুতে যে মন্তব্য করেছিলেন তার পালটা প্রতিক্রিয়ায় ওয়াশিংটনের কাছে নিজেদের অবিচল অবস্থান পরিষ্কার করতে বিবৃতিটি দেওয়া হয়েছে।
২০২০ সালের দিক থেকে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য অনেকটা ইতিবাচকভাবে অগ্রসর হয়েছে। এরপর থেকেই আনুষ্ঠানিকভাবে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক উন্নয়নে আলোচনা শুরু হয়েছিল।
এদিকে গত বছরের অক্টোবর মাসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এক্ষেত্রে রিয়াদ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের পরিকল্পনাগুলিতে লাগাম টেনে ধরে।
ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ২০০ জন নিহত ও ২৪০ জন জিম্মি হয়। জবাবে তেল আবিব গাজায় সামরিক অভিযান শুরু করে। যা এখনও চলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় ২৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি মারা গেছেন। এক্ষেত্রে নেতানিয়াহু সরকার বলেছে, হামাস হার মেনে না নেওয়া পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাবে।
অনুবাদ: মোঃ রাফিজ খান