হরমুজ প্রণালি বন্ধের হুমকির পর ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজ জব্দ করল ইরান
হরমুজ প্রণালিতে ইসরায়েল-সংশ্লিষ্ট একটি কার্গো জাহাজ জব্দ করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত প্রণালিটি বন্ধ করে দেওয়ার হুমকির একদিন পর শনিবার (১৩ এপ্রিল) জাহাজ জব্দ করল ইরান।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, আইআরজিসি'র একটি হেলিকপ্টার ওই জাহাজের কাছে গিয়ে জাহাজটিকে ইরানি জলসীমায় নিয়ে যায়। পর্তুগিজ পতাকাবাহী এমএসসি অ্যারিজ জাহাজটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বলে ইরনা'র খবরে দাবি করা হয়।
অ্যারিজ পরিচালনাকারী এমএসসি ইরানের জাহাজ জব্দ করার বিষয়টি নিশ্চিত করে বলেছে, জাহাজ ও এর ২৫ নাবিককে নিরাপদে ফিরিয়ে আনতে এটি 'যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে' কাজ করছে।
জোডিয়াক মেরিটাইম নামক একটি প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অঙ্গপ্রতিষ্ঠান গোর্টাল শিপিং থেকে জাহাজটি ইজারা নিয়েছে এমএসসি। জোডিয়াকের আংশিক মালিকানা ইসরায়েলি ব্যবসায়ী আইয়াল ওফারের।
ইরানি সংবাদ চ্যানেলে দেখানো ভিডিওতে দেখা গেছে, জাহাজটির ওপর একটি হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে একজন ব্যক্তি জাহাজটিতে নেমে আসছেন। ভিডিওতে দেখানো জাহাজ এমএসসি অ্যারিজ হিসেবে রয়টার্স নিশ্চিত হতে পারলেও ভিডিওর তারিখ নিয়ে নিশ্চিত হওয়া যায়নি।
গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে সন্দেহজনক ইসরায়েলি বোমা হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের সাত কর্মকর্তা নিহত হন। তাদের মধ্যে দুজন জ্যেষ্ঠ কমান্ডারও ছিলেন।
ইরান এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর হুমকি দিয়ে আসছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল শুক্রবার বলেছেন, তিনি ধারণা করেছিলেন ইরান আরও আগেই ইসরায়েল আক্রমণ করে বসবে। এ সময় তিনি ইসরায়েলে হামলা না চালাতে তেহরানকে সতর্ক করে দেন।
এমএসসি অ্যারিজ জব্দের খবরের প্রতিক্রিয়ায় ইসরায়েলি সশস্ত্র বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, 'পরিস্থিতি আরও ঘোলাটে করার সিদ্ধান্ত নেওয়ায় ইরান তার ফল ভোগ করবে।'
এদিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এ ঘটনায় তেহরানকে জলদস্যুতার অভিযোগে অভিযুক্ত করেছেন।