আমন্ত্রণ পেয়েও ইতালিতে জি-৭ সম্মেলনে কেন যাননি বিন সালমান
ইতালিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে যোগ দিচ্ছেন না সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। গাজায় যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৭টি দেশের নেতারা এ সম্মেলনে যোগ দিলেও, আমন্ত্রণ পেয়েও সেখানে যাননি বিন সালমান।
এর আগে আয়োজক দেশ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাঁকে আমন্ত্রণ জানান। কিন্তু, গত বুধবারে এবিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করেন মোহাম্মদ বিন সালমান। আমন্ত্রণের জন্য মেলোনিকে ধন্যবাদ দিয়ে এক বার্তায় তিনি জানান, হজের জন্য সৌদি আরবের শেষ সময়ের আনুষ্ঠানিক প্রস্তুতির তত্ত্বাবধানের দায়িত্ব থাকায় জি-৭ সম্মেলনে হাজির হতে পারবেন না।
ইতালির প্রধানমন্ত্রীকে পাঠানো তাঁর বার্তায় সৌদি ক্রাউন প্রিন্স দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন, এবং জি-৭ সম্মেলনে সফলভাবে আয়োজনে ইতালি সরকারের সাফল্য কামনা করেন।
ইতালির দক্ষিণাঞ্চলের বোর্গো ইগনাজিয়ায় গত ১৩ জুন থেকে শুরু হয়েছে জি-৭ সম্মেলন। যা চলবে আজ ১৫ জুন পর্যন্ত। এদিকে গতকাল ১৪ জুন থেকে হজ শুরু হয়েছে।
অনুবাদ: নূর মাজিদ