আরাফার দিন মক্কায় ৫.৬১ হাজার টেরাবাইট ইন্টারনেট ডাটা ব্যবহার, ভয়েস কল ৪২.২ মিলিয়ন
আরাফার দিনে সৌদি আরবের মক্কাসহ পবিত্র স্থানগুলোর টেলিযোগাযোগ নির্দেশক প্রকাশ করেছে দেশটির কমিউনিকেশন, স্পেস অ্যান্ড টেকনোলজি কমিশন (সিএসটি)।
সিএসটির হিসাব অনুযায়ী, আরাফার দিনে মক্কায় মোট ভয়েস কল হয়েছে ৪২.২ মিলিয়ন। এর মধ্যে স্থানীয় কলের সংখ্যা ৩৬.৩ মিলিয়ন এবং আন্তর্জাতিক কলের সংখ্যা ৫.৯ মিলিয়ন। ভয়েস কলের সাফল্যের হার ৯৯ শতাংশ।
পরিসংখ্যান বলছে, এদিন মোট ইন্টারনেট ডাটা ব্যবহার হয়েছে ৫.৬১ হাজার টেরাবাইট—যা উচ্চ মানের (১০৮০পি) ২.৩ মিলিয়ন ঘণ্টার ভিডিও ক্লিপ দেখার সমান।
সিএসটির তথ্য অনুসারে, একজন ব্যক্তি দৈনিক গড়ে ৭৬১.৯৩ মেগাবাইট ডাতা ব্যবহার করেছেন, যা বৈশ্বিক গড় ৩৮০ মেগাবাইটের চেয়ে বেশি।
মোবাইল ইন্টারনেটে ডাউনলোড স্পিড গড়ে ৩৮৬.৬৬ মেগাবিট/সেকেন্ড (Mbit/s), আর গড় আপলোড স্পিড ৪৮.৭৯ মেগাবিট/সেকেন্ড।