যুদ্ধের এক দিকে হারা মানেই সম্পূর্ণ যুদ্ধ হেরে যাওয়া নয়: হিজবুল্লাহ এমপি ইব্রাহিম
১১ অক্টোবর আল জাজিরার সঙ্গে একটি সাক্ষাৎকারে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সংসদ সদস্য ইব্রাহিম মুসাঈ বলেছেন, "যুদ্ধের এক দিকে হারা মানেই সম্পূর্ণ যুদ্ধ হেরে যাওয়া নয় এবং ইসরাইলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহ এখনো হারেনি।"
তিনি বলেন, "পরিকল্পিত হত্যা ও হত্যা অভিযান যুদ্ধের গতিপথ পরিবর্তন করবে না। আমি আপনাদের নিশ্চিত করতে পারি, আমাদের ক্ষতি হয়েছে,কিন্তু যুদ্ধ হেরে যাইনি।"
মুসাঈ আরও জানান, "হিজবুল্লাহর ওপর প্রচুর আঘাত এসেছে, প্রধানত প্রযুক্তিগত ব্যবধানের কারণে। আমাদের কিছু সম্পদ রয়েছে, কিন্তু ইসরাইলের তুলনায় তা যথেষ্ট নয়। এই অর্থে, হিজবুল্লাহ প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে।"
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রচেষ্টার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "গাজা এবং লেবাননে ১২ মাস অতিক্রান্ত হয়েছে। আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বহু উদ্যোগ দেখলেও তা সফল হয়নি। ইসরাইলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে এবং তারা ক্ষেপণাস্ত্র জমা করছে। আমি মনে করি, আমেরিকান এবং ইসরায়েলি অবস্থানের মধ্যে কোনো বিভাজন করা যায় না।"
হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর সংগঠনটির পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে ইব্রাহিম বলেন, "হ্যাঁ, আমরা পরিবর্তন ঘটাতে যাচ্ছি। যখন এমন বড় ধরনের আঘাত এবং যুদ্ধ ঘটে, তখন পরিবর্তন মেনে নিতে হয়। আমি মনে করি, সংগঠনটি ভালোভাবে পরিবর্তিত হতে যাচ্ছে কারণ মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়। এটি হিজবুল্লাহর জন্য অনেক দক্ষতা যোগ করবে।"
তিনি নাসরুল্লাহর মৃত্যুকে "প্রতিরোধের জন্য একটি বিশাল ক্ষতি" উল্লেখ করে বলেন, "কিন্তু এটি মর্যাদায় বিশ্বাসী সবাইকে আত্মিক শক্তি যোগাবে।"
ইরানের সঙ্গে হিজবুল্লাহর পারস্পরিক সহযোগিতার বিষয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, এটি সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে।