ঢাবির ‘ঘ’ ইউনিটে পাসের হার ৮.৫৮ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে।
এ বছর 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় ১,৩৩৬টি আসনের বিপরীতে ৭১ হাজার ২৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়।
এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১১১ জন।
এই ফলাফল অনুযায়ী পাসের হার ৮ দশমিক ৫৮ শতাংশ।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।
এছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নাম্বার থেকে "DU GHA Roll Number" টাইপ করে ১৬৩২১ নাম্বারে পাঠালে ফিরতি ম্যাসেজে ফল জানা যাবে।
গত ১১ জুন 'ঘ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য-
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অবশ্যই ২৮ জুলাই বিকেল ৩টা থেকে ৭ জুলাই বিকেল ৫টার মধ্যে ভর্তির ওয়েবসাইটে বিস্তারিত ফর্ম এবং বিষয় পছন্দের ফর্ম পূরণ করতে হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটার অধীনে আবেদনকারীদের ১৮ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে ফার্মেসি বিভাগের ডিন অফিস থেকে প্রাসঙ্গিক কোটার ফর্ম সংগ্রহ করতে হবে। সেই ফর্ম সঠিকভাবে পূরণ করে উল্লিখিত সময়ের মধ্যে ডিনের অফিসে জমা দিতে হবে।