ঢাকায় বাস টার্মিনাল, মহাসড়কে ঈদযাত্রীদের ভোগান্তি
ঈদুল আজহাকে সামনে রেখে আজ (৮ জুলাই) রাজধানীর বিভিন্ন দূরপাল্লার বাস টার্মিনালে টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে শত শত ঢাকাবাসীকে।
ঘরমুখো মানুষের তুলনায় বাসের সংখ্যা কম হওয়ায় ভোগান্তিতে পড়েছেন তারা।
কোনো বিকল্প না দেখে অনেকেই ট্রাক বা পিকআপে করে গ্রামের বাড়িতে যাওয়ার ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন।
রাজধানীর গুলিস্তান, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনালে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদকরা সরেজমিনে যেয়ে এ চিত্র দেখতে পান।
এছাড়া একই অবস্থা বিরাজ করছে ধলা-চট্টগ্রাম মহাসড়কে। যেখানে সকাল থেকে বাসে সিটের জন্য অপেক্ষা করছেন অসংখ্য মানুষ।
ঈদযাত্রীদের একজন, আকবর হোসেন বলেন, "এবার পরিবারের সঙ্গে ঈদ করতে বদ্ধপরিকর ছিলাম। কিন্তু টার্মিনালে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাসের টিকিট পাইনি। তাই আমি পিকআপে চড়ার সিদ্ধান্ত নিয়েছি।"
জামিউল হক নামে আরেক যাত্রী টিবিএসকে বলেন, "ভোর থেকে বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলাম। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর অবশেষে বাসে উঠতে পেরেছি।"
"কিন্তু বাসে কোনো সিট পাওয়া যাচ্ছে না, আমাকে পুরো পথ দাঁড়িয়ে থাকতে হবে," বলেন তিনি।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তাদের ৩৫টি টিম কাজ করছে।
"প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা করি এবারের ঈদ যাত্রা সবার জন্য আনন্দদায়ক হবে," বলেন তিনি।