কুমিল্লায় যুবলীগ নেতার ওপর হামলার অভিযোগ
কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। আরেক যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে শাহজালাল মজুমদারের ওপর হামলা হয় বলে তিনি দাবি করেছেন। হামলার পর অস্ত্র হাতে জুয়েলের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়।
শাহজালাল দাবি করেন, জুয়েলের নেতৃত্বে তাকে বহনকারী প্রাইভেটকারটিও ভাঙচুর করা হয়। তাকেসহ গাড়ির চালককে পিটিয়ে আহত করা হয়।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারে এ হামলার ঘটনা ঘটে। শাহজালাল মজুমদার চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং ৪ নম্বর শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান।
হামলাকারী জুয়েল নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে দলের বিভিন্ন কর্মসূচিতে অস্ত্র হাতে মহড়া দিত বলে জানা গেছে।
শাহজালাল মজুমদার সাংবাদিকদের জানান, তিনি তার দল আওয়ামী লীগের একটি পক্ষের রাজনৈতিক রোষানলের শিকার। এর জের ধরে তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে নালঘর পশ্চিম বাজার সামাদ মেম্বারের বাড়ির সামনে সাত-আটজন অস্ত্রধারী তার ওপর হামলা করে; তাকে বহন করা গাড়ি ভাঙচুর করে। এসময় সন্ত্রাসীরা তাকে ও গাড়ির চালককে পিটিয়ে জখম করে।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।