প্রায় ২ লাখ টাকায় বিক্রি হলো ১৯ কেজি ওজনের ‘ভোল মাছ’
বঙ্গোপসাগরে জালে আটকা পড়া সাড়ে ১৯ কেজি ওজনের ভোল মাছ বাগেরহাটে বিক্রি হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকায়।
শুক্রবার (১৯ আগষ্ট) সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের অনুপ কুমারের আড়তে বিক্রি হওয়া এ মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী মো. অলিল খলিফা।
মাছটির প্রতি কেজির মূল্য পড়েছে ৯ হাজার ৭৪৩ টাকা।
গত বুধবার রাতে (১৭ আগষ্ট ) সাড়ে ১৯ কেজি ওজনের ভোল মাছ ধরা পড়ে বরগুনা জেলার পাথরঘাটা এলাকার মাছ ব্যবসায়ী মাসুমের মাছ ধরা ট্রালারে।
ইলিশ মাছ ধরা 'এফবি আলাউদ্দিন' ট্রলারের মাঝি জাফর বলেন, "সাগরের আবহাওয়া খারাপ থাকায় ইলিশ জালে ধরা পড়ছে না। তাই বাড়ি ফেরার শেষ মুহূর্তে সাগরে জাল ফেলা হয়। রাতে জাল টানার সময় জাবাভোল মাছটি পাওয়ায় খুশি হয়েছি।"
"এই মাছটির দাম অনেক। এমনিতেই ইলিশ পাচ্ছিলাম না। এখন মোটামুটি তেলের খরচটা উঠেছে," বলেন তিনি।
ভোলমাছ ক্রেতা মো. অলিল খলিফা বলেন, "ভোল মাছের মণ ৫ লক্ষ টাকা। সেই হিসাবে সাড়ে ১৯ কেজি ওজনের মাছটি ক্রয় করেছি ১ লাখ ৯০ হাজার টাকায়। এখন এই মাছটি বরফ দিয়ে পারেরহাট নেওয়া হবে, সেখান থেকে চট্রগ্রামে পাঠানো হবে। আশা করি ৫০ হাজার টাকা লাভ করতে পারবো।"
বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়ৎদার সমিতির সভাপতি শেখ আবেদ আলী জানান, বছরে মাত্র ২/১ একটি ভোল মাছ ধরা পড়ে।