নিউজিল্যান্ড-পাকিস্তানকে চ্যালেঞ্জ জানিয়ে বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে দাপুটে ক্রিকেট খেলে নিউজিল্যান্ড। সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্ব আসরের রানার্স আপ তারা। এবার অস্ট্রেলিয়াতেও শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছে তাদের। একইভাবে পাকিস্তানও টি-টোয়েন্টিতে শক্তিশালী দল, র্যাঙ্কিংয়ের তিন নম্বর দল তারা। বিশ্বকাপের আগে এমন দুটি দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের প্রস্তুতিতে এটা ভালোভাবে কাজে লাগাতে চায় বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজ খেলতে কদিন আগে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ। প্রস্তুতি সেরে আগামী ৭ অক্টোবর মাঠের লড়াই শুরু করবে সাকিব আল হাসানের দল। সিরিজের শুরুর ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। শক্তিশালী এই দুই দলের বিপক্ষে লড়াই করতে পারলে বিশ্বকাপের প্রস্তুতিটা দারুণ হবে বলে মনে করেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স।
ত্রিদেশীয় সিরিজে দলের ঘাটতি-দুর্বলতার জায়গা নিয়ে কাজ করার পরিকল্পনা বাংলাদেশের। প্রস্তুতির এমন মঞ্চ পেয়ে সিডন্স বলছেন, 'এর চেয়ে ভালো কিছু আর চাইতে পারতাম না আমরা । গত বিশ্বকাপের ফাইনালিস্ট দল একটি। পাকিস্তানও ওপরের সারির দল, দুর্দান্ত টি-টোয়েন্টি দল। আমরা যদি ওদের চ্যালেঞ্জ জানাতে পারি, তাহলে বিশ্বকাপের জন্য তৈরি হওয়ার পথে অনেকটাই এগিয়ে থাকতে পারি।'
উইকেট ও কন্ডিশনের দিক থেকেও সিরিজটিকে প্রস্তুতির আদর্শ মঞ্চ মনে করছেন সিডন্স। তার ভাষায়, 'কন্ডিশন অনেকটাই এক রকম। এখানে ও ইনডোর সেন্টারে উইকেট বেশ ভালো। আমরা এখানে এ জন্যই এসেছি। হ্যাগলির উইকেট অনেকটা অস্ট্রেলিয়ার মতোই হবে। অস্ট্রেলিয়ায় মৌসুমের শুরুটায় উইকেট যে রকম থাকে, এখানেও প্রায় একই রকম।'
সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন ক্যাম্পের পাশাপাশি দুটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি শাসন করতে না পারলেও দুই ম্যাচেই জিতেছে। সামনেও তরুণদের দিকে তাকিয়ে সিডন্স, 'দুবাইয়ে এক সপ্তাহের সফরে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি ম্যাচ খেলে ও অনুশীলন করে এসেছি আমরা। সেখানে সুযোগ-সুবিধা ছিল দুর্দান্ত।'
'আমাদের দলটা বেশ তরুণ। সিনিয়র ক্রিকেটারদের কেউ কেউ অবসর নিয়েছে, কেউ এই সফরে নেই। তবে তরুণ দলটা নিয়ে আমরা রোমাঞ্চিত। তাদের শেখার অনেক কিছু আছে। খুব ভালো ও শক্তিশালি দুটি দলের বিপক্ষে ওরা কেমন করে, দেখতে আমরা মুখিয়ে আছি।' যোগ করেন তিনি।
তরুণদের নিয়ে রোমাঞ্চের কথা জানিয়ে অস্ট্রেলিয়ান এই কোচ আরও বলেন, 'সাব্বির ও মিরাজের মতো ছেলেরা ব্যাটিং ওপেন করছে, তামিম-লিটনের ওপেন করার চেয়ে এটা পুরোই আলাদা। লিটন যদিও আছে, তিন বা চার নম্বরে। সিনিয়র ক্রিকেটার এখনও আছে। তবে তরুণরা খুবই রোমাঞ্চকর এবং প্রাণবন্ত। আশা করছি, তারা সেভাবেই নিজেদের মেলে ধরবে।'