‘আমরা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যেতে চাই’
টি-টোয়েন্টিতে সব সময়ের মতো দুর্দশা লেগেই আছে বাংলাদেশের। কোনো চেষ্টাতেই মিলছে না আলোর দিশা। এক বছর ধরে উদ্বোধনী জুটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। গত এশিয়া কাপ থেকে কয়েকটি ম্যাচে ইনিংস উদ্বোধন করানো হয়েছে মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানকে দিয়ে, ভালো ফল মেলেনি।
লিটন কুমার দাসকে তিনে, অধিনায়ক সাকিব আল হাসানকে সাত নম্বরে খেলানো হয়েছে। কোনো চেষ্টাতেই বদলায়নি বাংলাদেশের ব্যাটিংয়ের চেহারা। এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বিদায় নেওয়া বাংলাদেশ মাঝে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ জেতে। কিন্তু নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চরম ব্যাটিং ব্যর্থতায় হেরেই চলেছে সাকিব আল হাসানের দল।
এরপরও অবশ্য নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠের নামার আগেরদিন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম জানিয়েছেন, দল নিয়ে 'এক্সপেরিমেন্ট' চালিয়ে যাবেন তারা। ভারতীয় এই কোচ বলেছেন, 'আমরা পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে যেতে চাই। প্রতিদিনই আমরা ছেলেদের বিভিন্ন ভূমিকা ও চ্যালেঞ্জ দিচ্ছি। ওদেরকে নিয়ে আমাদের জানার প্রক্রিয়া চলমান।'
ব্যাট হাতে বাংলাদেশের উন্নতি দেখতে পাচ্ছেন শ্রীরাম, তার ভাষায় সেটা অনেক। তিনি বলেন, 'উন্নতি অনেক হয়েছে। আমাদের মিডল অর্ডার অনেক উন্নতি দেখিয়েছে। রাব্বি (ইয়াসির) যেভাবে হারিস রউফের সামনে সেদিন খেলেছে, ট্রেন্ট বোল্টকে যেভাবে খেলেছে নুরুল, এসব অবশ্যই ইতিবাচক ইঙ্গিত। তারা বিশ্বের সেরা বোলারদের মধ্যে আছে। তাদের বিপক্ষে এমন খেলে অনেক আত্মবিশ্বাস পাওয়া উচিত।'
পেসারদের উন্নতির কথা জানিয়ে মুস্তাফিজের ছন্দে ফেরার আশার কথাও জানান শ্রীরাম, 'পেস বোলাররা এখন আরও ভালোভাবে পরিকল্পনার বাস্তবায়ন করতে পারছে। তাসকিন প্রথম ম্যাচে যেভাবে বোলিং করেছে, শরিফুল দ্বিতীয় ম্যাচে দলে এসে ফিন অ্যালেনের বিপক্ষে হার্ড লেংথে বল করেছে, চোট কাটিয়ে ফিরে হাসান যেভাবে বল করেছে দুই ম্যাচে, এসব ইতিবাচক দিক। ফিজ (মুস্তাফিজ) দুই-একটি ব্যাপার নিয়ে কাজ করছে। সে শক্তভাবেই ঘুরে দাঁড়াবে। এবাদত ও সাইফও তাদের সুযোগ পাবে।'
নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস উদ্বোধন করে ২৯ বলে ৩৩ রানের ইনিংস খেলেন নাজমুল হাসান শান্ত। দলে ফিরেই তার এমন ব্যাটিং মনে ধরেছে শ্রীরামের, 'শান্ত দলে ফিরে যেভাবে খেলেছে, তা দেখাটা উৎসাহব্যঞ্জক। যদিও সে ৩৩ আউট হয়ে গেছে, তার পরও যেভাবে বোল্ট ও সাউদির সামনে ব্যাট করেছে, ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে নিশ্চিতভাবে।'
শ্রীরামের সবচেয়ে বড় স্বস্তি অধিনায়ক সাকিব ফেরায়। মিডল অর্ডার শক্ত করা সাকিব দলের আবহ ঠিক রাখছেন জানিয়ে তিনি বলেন, 'সাকিব ফেরায় মিডল অর্ডার দারুণ শক্তিশালী হয়ে গেছে। আফিফ ও লিটন যদি মেলে ধরতে পারে নিজেদের, আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত হয়ে উঠবে। আমাদের খুবই শান্ত থাকতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে ওঠা-নামা থাকবেই। এই ওঠা-নামার সময়টায় আমাদেরকে স্থির থাকতে হবে।'
'দলে এই আবহ বজায় রাখতে দারুণ কাজ করছে সাকিব। সে ছেলেদের বাইরে নিয়ে যাচ্ছে, সব সময় কথা বলছে। আমার মনে হয়, এই দলকে সামনে এগিয়ে নেওয়ার পরিস্কার পরিকল্পনা আছে তার। আমাদের সবটুকু সমর্থন তার প্রতি আছে। আমরা চাই সে দলকে এগিয়ে নিক। এটা তার দল, আমরা তাকে সবদিক থেকে সহায়তা করব।' যোগ করেন শ্রীরাম।
তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় এগোতে চান শ্রীরাম। তাতে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলবে বাংলাদেশ, তা দেশকে গর্বিত করবে। এ পথে গণমাধ্যম ও সমর্থকের সমর্থন চান তিনি, 'সব সমর্থক ও মিডিয়াকে আমি অনুরোধ করছি, আমাদের পাশে থাকুন। এটা দেশের ব্যাপার, সবার আবেগের ব্যাপার। আমি নিশ্চিত করতে পারি, দেশের জন্য গৌরব বয়ে আনতে ছেলেরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে। এই দলের আমাদের মূল্যবোধগুলোর একটি হলো বাংলাদেশকে গর্বিত করা ও সমর্থকদের জন্য জয় এনে দেওয়া।'
'আমি চাই ধৈর্য ধরে রাখতে হবে। মৌলিক একটা স্কোয়াড আমরা পেয়ে গেছি, যারা ভবিষ্যতে ভালো করবে। বিশ্বকাপের অপেক্ষায়ও আছি আমরা। সবকিছুর উত্তর পাব আমরা, দল ঠিকঠাক করে ফেলব। যে ব্র্যান্ডের ক্রিকেট আমরা খেলব, নিশ্চিতভাবেই বাংলাদেশকে আমরা গর্ব উপহার দেব।' বলেন শ্রীরাম।