দুই পরিবর্তন নিয়ে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
টানা তিন হারে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। যে ম্যাচটি বাকি আছে, তা নিতান্তই নিয়ম রক্ষার। সেই ম্যাচে বৃস্পতিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল।
এই ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচটি ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে।
হারের বৃত্তে বন্দি থাকা বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও এবাদত হোসেন। একাদশে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
পাকিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। জায়গা হারিয়েছেন শাহনওয়াজ দাহানি, সুযোগ দেওয়া হয়েছে মোহাম্মদ হাসনাইনকে ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।