বৃষ্টির পেটে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা ছিল। শেষ পর্যন্ত সম্ভাবনাই সত্যি হলো। বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রস্তুতি ম্যাচ। ব্রিসবেনে ম্যাচ শুরুর আগে থেকে বৃষ্টি শুরু হলে খুব বেশি সময় অপেক্ষা করা হয়নি। দেড়টার দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের গা গরমের এই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বিশ্বকাপের মূল পর্বে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটি খেললেও অ্যালান বোর্ডার ফিল্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি খেলা হলো না সাকিব আল হাসানের দলের। বৃষ্টির কারণেই একটি বলও মাঠে গড়ায়নি, হয়নি টসও।
মানসিকভাবে শক্ত অবস্থানে থেকে বিশ্বকাপ মিশন শুরু করা হচ্ছে না বাংলাদেশের। বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে তারা। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে দুটি করে মোট চারটি ম্যাচ খেলা বাংলাদেশ হার মানে সবগুলো ম্যাচে। কোনো ম্যাচে সেভাবে লড়াইও করতে পারেনি সফকারীরা।
এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও হতাশা সঙ্গী হয় বাংলাদেশের। প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানে হার মানে বাংলাদেশ। ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডেই অনুষ্ঠিত সেই ম্যাচে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬০ রান করে আফগানিস্তান।
জবাবে আফগানিস্তানের বোলিং তোপে দুমড়েমুচড়ে যায় বাংলাদেশের ব্যাটিং অর্ডার। চরম ব্যাটিং ব্যর্থতায় ২০ ওভার ৯ উইকেটে ৯৮ রানে থামে তাদের ইনিংস। কোনো ব্যাটসম্যান ৩০ রানের গন্ডিও পেরোতে পারেননি।
এবার সরাসরি সুপার টুয়েলভে খেলতে যাওয়া বাংলাদেশ আগামী ২৪ অক্টোবর বিশ্বকাপ মিশন শুরু করবে। প্রথম রাউন্ডের 'এ' গ্রুপের রানার্স-আপ দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন সাকিব, লিটন, তাসকিনরা।