ভারতীয় দর্শন যেভাবে বিটলসকে প্রভাবিত করেছিল
৬০-এর দশকের হিপি প্রজন্মের প্রসঙ্গ আসলেই মনে পড়ে সেক্স, ড্রাগস আর রক অ্যান্ড রোলের কথা। কিন্তু হিপি আন্দোলন কি শুধু এসব কিছুর মধ্যেই সীমাবদ্ধ ছিল? সংগীত জগতের নতুন এক সূচনায় ভারতীয় দর্শন ও হিপি ধ্যানধারণার গভীর প্রভাব বিশ্লেষণ করে নতুন বই লিখেছেন 'দ্য হিপি রেভ্যুলিউশন' বইয়ের লেখক সুশান শামস্কি।
৬০-এর দশকের 'সংগীত গুরু' জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন এবং রিঙ্গো স্টারের ওপর ভারতীয় দর্শন কীভাবে প্রভাব ফেলেছিল সেসবের ব্যাখ্যা মিলবে এই বইয়ে। বিটলসের ওপর আশ্রম, মেডিটেশন আর অন্তরাত্মার অনুসন্ধানের মতো প্রাচ্যকেন্দ্রিক বিষয়গুলো কীভাবে রঙ ছড়িয়েছিল তাই ব্যাখ্যা করেছেন এই লেখিকা।
'দ্য ইনার লাইট: হাউ ইন্ডিয়া ইনফ্লুয়েন্সড দ্য বিটলস' বইটিতে শামস্কি বিটলস-কেন্দ্রিক সংগীত ধারার সূচনায় ভারতীয় দর্শনের প্রভাব ব্যাখ্যা করেছেন।
৫০-এর দশকের 'বিট জেনারেশন'-এর পরবর্তী প্রজন্ম হিপিরা। বিট জেনারেশনে সংগীত ও কাব্য চর্চায় যে বৈপ্লবিক পরিবর্তন আসে তাকেই আরেক ধাপ এগিয়ে নিয়ে যায় বিটলস। শামস্কি আমাদের সামনে সংগীতের বিবর্তনের সেই গল্পই তুলে ধরেন। হ্যারিসনের উইদিন ইউ উইদাউট ইউ, জন লেননের ইনস্ট্যান্ট কার্মা চিন্তাজগতে যে রূপান্তরের প্রতিফলন দেখায় তাই উদঘাটন করেছেন তিনি। শামস্কি এলেন গিন্সবার্গ, কেন কেসি এবং মেরি প্র্যাংস্টারের সঙ্গেও আমাদের পরিচয় করিয়ে দেন। সেই সঙ্গে গোটা এক প্রজন্মের সংগীতের রুচি কীভাবে বদলে গেল সেখানেও আলোকপাত করেন তিনি।
ঋষিকেশকে জর্জ হ্যারিসন কীভাবে স্রেফ একটি জায়গা থেকে 'জীবন যাপনের নতুন পথ' হিসেবে উপলদ্ধি করেছে সে ব্যাখ্যাও মিলবে এই বইয়ে। রবি শঙ্কর ও আল্লা রাখা-র মতো ভারতীয় পণ্ডিতরা নীরবে বিটলসের বিকাশে কী ধরনের অবদান রেখেছেন তাও গভীরভাবে অনুসন্ধানের চেষ্টা করেছেন শামস্কি।
ভারতীয় যোগ গুরু মহাঋষি মহেশ যোগীর কথাও রয়েছে এখানে। ৬০-এর দশকের জনপ্রিয় সংগীতে আত্মোপলদ্ধি, ধ্যান ও যোগসাধনার সুপ্ত ভূমিকাগুলো অন্বেষণ করা হয়েছে এই বইয়ে।
প্রাচ্যের সংগীত, জ্ঞান, সংস্কৃতি এই সবকিছুই বিটলসকে কীভাবে প্রভাবিত করেছে সেসব বর্ণনাও মিলবে এখানে।
৫০০ পৃষ্ঠার এই বইতে ১৭০টির বেশি ছবি, ১৩০টি কিউআর কোডস এবং চমকে দেওয়ার মতো বেশকিছু অজানা তথ্যও মিলবে।
- সূত্র: কালচার সোনার