কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা
রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার (৩১ অক্টোবর) ইউক্রেনের কর্মকর্তারা জানান, হামলার ফলে শহরগুলোতে পানি ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। খবর বিবিসির।
কিয়েভে অন্তত দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরের এক বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, তার এলাকায় এখন বিদ্যুৎ সংযোগ নেই।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দাবি, দেশটির অধিভুক্ত ক্রিমিয়া অঞ্চলে অবস্থারত ব্ল্যাক সি ফ্লিটে ড্রোন হামলা করেছে ইউক্রেন। এমন দাবির পরেই দেশজুড়ে ব্যাপাক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
সোমবার সকালে, মধ্য ভিনিৎসিয়া অঞ্চলের পাশাপাশি দক্ষিণ-পূর্বে ডিনিপ্রোপেট্রোভস্ক ও জাপোরিঝিয়া এবং পশ্চিম ইউক্রেনের লভিভেও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।
হামলায় জাপোরিঝিয়া অঞ্চলের ডিনিপ্রো জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি রাজধানী কিয়েভের একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও জানা গেছে। কেন্দ্রটি শহরের প্রায় সাড়ে ৩ লাখ অ্যাপার্টমেন্টকে বিদ্যুৎ সরবরাহ করে। হামলার পর পরই সরবরাহ পুনরুদ্ধারের জন্য জরুরিভিত্তিতে ইঞ্জিনিয়াররা কাজে লেগে পড়েন বলে উল্লখ করা হয়েছে প্রতিবেদনে।
আরও হামলা হতে পারে এমন আশঙ্কায়, হামলার শিকার অঞ্চলের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। দেশটির বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাতের দাবি, এই 'বিশাল' হামলা চালানোর জন্য রাশিয়া তার কৌশলগত বোমারু বিমান ব্যবহার করেছে।
তবে, এখন পর্যন্ত সর্বশেষ এই হামলার বিষয়ে প্রকাশ্য কোনো মন্তব্য করেনি রাশিয়া।