নেত্রকোনায় জ্বর, সর্দি-কাশি নিয়ে নারীর মৃত্যু, ৫০ বাড়ি লকডাউন
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা নিয়ে এক নারীর মৃত্যু (৫০) হয়েছে।
রোববার ভোরে হোগলা ইউনিয়নের কালীহর (জোয়ারদারপাড়া) এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান।
ওই নারীর মৃত্যুতে স্থানীয়দের মধ্যে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ওই নারীর বাড়িসহ আশপাশের ৫০টি বাড়ি লকডাউন করেছে। এদিকে ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়ার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে হালকা জ্বর ও সর্দি-কাশির সমস্যায় ভুগছিলেন ওই নারী। শনিবার সকাল থেকে তার শ্বাসকষ্টসহ পাতলা পায়খানা শুরু হয়। পরিবারের লোকজন চিকিৎসকের পরামর্শে তাকে স্যালাইন ও প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে দেন। রোববার ভোর পৌনে পাঁচটায় তিনি মারা যান।
হোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম আকন্দ জানান, ওই নারী নিঃসন্তান ছিলেন। স্বামী ও এক পালিত কন্যাকে নিয়ে বাড়িতেই বসবাস করতেন তিনি। গত এক সপ্তাহ আগে তাদের পালিত কন্যার জ্বর-সর্দি হয়। সেই মেয়েটি এখন সুস্থ আছেন।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম এবং থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করায় ওই নারীর বাড়িসহ আশপাশের ৫০টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নারীর মরদেহ দাফনের প্রস্তুতি চলছিল।