জিতলেই সেমি-ফাইনাল, পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে সাকিবরা
যে সমীকরণটা পক্ষে চেয়েছিল বাংলাদেশ, তেমনই হলো। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় করে দিলো নেদারল্যান্ডস। এতে সমানভাবে সম্ভাবনা তৈরি হলো বাংলাদেশ ও পাকিস্তানের। ম্যাচটি রূপ নিলো অলিখিত কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচে যারা জিতবে, তারাই পাবে সেমি-ফাইনালের টিকেট। প্রোটিয়াদের বিদায়ে এক ম্যাচ আগেই সেমি নিশ্চিত হয়ে গেল ভারতের।
শেষ চারের টিকেট কাটার ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১০টায় অ্যাডিলেড ওভালে শুরু হবে।
বাংলাদেশ তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন শরিফুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি ও হাসান মাহমুদ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার, নাসুম আহমেদ ও এবাদত হোসেন। নাসুম ও এবাদত প্রথমবারের মতো সুযোগ পেলেন। পাকিস্তান তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।
দুই নম্বর গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ভারত। বাংলাদেশ বা পাকিস্তান; যারাই জিতুক, তাদের পয়েন্ট ভারতের সমান হবে। এ ছাড়া ভারতের আরেকটি ম্যাচ আছে জিম্বাবুয়ের বিপক্ষে। একটি দলের ভারতকে ছোঁয়ার সুযোগ আছে, পেছনে ফেলার সুযোগ নেই কারও। তাই ভারতের সেমি-ফাইনাল নিশ্চিত। দক্ষিণ আফ্রিকা ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আসর থেকে বিদায় নিলো।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও এবাদত হোসেন।