দুবাই শেখের দখলে বিশ্বের সবচেয়ে বড় ও বিকটদর্শন গাড়ি!
বিশ্বের সবচেয়ে বড় এসইউভির মালিক এখন আবু ধাবির এক ধনকুবের শেখ। অটোমোবাইলটির দৈর্ঘ্য ৩৫ ফুট ও ওজন ২৪ টন।
লাক্সারিলঞ্চেস ডটকমের খবরে জানানো হয়েছে, গাড়িটির ডিজাইন করেছেন দুবাইয়ের গাড়ি সংগ্রাহক শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ান, ওরফে রেইনবো শেখ।
বিশাল গাড়িটির পেছনের অংশ ডিজাইন করা হয়েছে ক্লাসিক ডজ ডার্টের আদলে।
শেখ হামাদের এসইউভির চাকা মোট ১০টি। স্পেয়ার চাকার সংখ্যা ৪টি। ২৪ টনি গাড়িটির ইঞ্জিনও বিশাল।
এসইউভিটি ওশকশ-এর ১৫.২ লিটারের ক্যাটারপিলার ডিজেল ইঞ্জিনে চলে। ইঞ্জিনের সক্ষমতা ৬০০ এইপি (হর্সপাওয়ার)।
দানবাকৃতির এসইউভিটি এই মুহূর্তে এমিরেটস ন্যাশনাল অটো মিউজিয়ামে প্রদর্শনীতে আছে।
আবু ঢাবির শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ান তার সংযুক্ত আরব আমিরাতের তেলের টাকা দিয়ে গড়ে তুলেছেন গাড়ির বিশাল সংগ্রহ। গাড়িগুলো সবই ব্যতিক্রমী ডিজাইনের।
বিয়ের সময় তিনি রংধনুর সব রঙে রাঙানো একটি মার্সিডিজ-বেনজ অর্ডার করেন। তখন থেকেই তার নাম হয়ে যায় 'রেইনবো শেখ'।
নিজের ব্যতিক্রমী ডিজাইনের গাড়িগুলো প্রদর্শন করার জন্য শেখ হামাদ এমিরেটস ন্যাশনাল অটো মিউজিয়াম গড়ে তোলেন।