রাশিয়ার তেলের দামের সর্বোচ্চ সীমা নির্ধারণ নিয়ে চিন্তিত নয় ভারত
তেল রপ্তানি থেকে রাশিয়ার রাজস্ব আয় কমাতে তেলের দামের সর্বোচ্চ সীমা (ক্যাপ) নির্ধারণ করে দেওয়ার কথা ভাবছে পশ্চিমা দেশগুলো। তবে এরফলে ভারতে রাশিয়ার তেল সরবরাহ ক্ষতিগ্রস্ত হবে না বলে জানান ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি। খবর ইকোনমিক টাইমসের।
রাশিয়ার তেলের দামের সর্বোচ্চ সীমা আরোপ করা হলে দাম কমায় তেল আমদানিতে ভারতকে ইইউ-এর সঙ্গেও প্রতিযোগিতায় নামতে হবে। এতে তেল সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা আছে কি না তা নিয়ে প্রশ্ন করা হলে বুধবার তিনি বলেন, "এ বিষয়ে আমি চিন্তিত নই"।
"বাজারই বিষয়টি নির্ধারণ করবে," বলেন তিনি।
রাশিয়ার তেলের অর্ধেকই ইইউতে রেজিস্ট্রিকৃত জাহাজের মাধ্যমে পরিবহন করা হয়ে থাকে। মূল্যের সীমা নির্ধারণের ফলে ভারতের জন্য তেল আনা কঠিন হয়ে পড়বে। পশ্চিমা নির্ধারিত মূল্যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোও রাশিয়া থেকে তেল কিনতে পারবে।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া থেকে হুট করেই ভারতে তেল আমদানি বেড়ে গেছে। গত বছর এক শতাংশ থেকে এ বছর তা বেড়ে ২০ শতাংশে দাঁড়িয়েছে। অক্টোবরে রাশিয়া ছিল ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ।
পশ্চিমা দেশগুলো শুরুতে ভারত ও অন্যান্য দেশকে রাশিয়ার তেল কিনতে বারণ করলেও এখন তারা কৌশল বদলেছে। রাশিয়ার তেলকে বাজার থেকে দূরে রাখলে তেলের দাম বেড়ে যাবে। আর তাই রাশিয়ার রাজস্ব কমানোর পাশাপাশি বিশ্ব বাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে রাশিয়ার রপ্তানিকৃত তেলের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেওয়ার কথা ভাবছে তারা। নির্ধারিত দামে যেকোনো দেশ রাশিয়া থেকে তেল কিনতে পারবে।