সৌদি আরবের বিপক্ষে কতোটা এগিয়ে আর্জেন্টিনা? কী বলছে রেকর্ড?
বাংলাদেশ সময় আজ বিকেল ৪ টায় কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আলবিসেলেস্তের প্রতিপক্ষ সৌদি আরব। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে সৌদি আরবের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা।
আর মাত্র দুই ম্যাচ অপরাজিত থাকলেই ইতালির টানা অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসাবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। সেই লক্ষ্যে তাদের প্রথম বাধা অপেক্ষাকৃত দুর্বল দল সৌদি আরব। গ্রুপ 'সি'র প্রথম ম্যাচও এটি।
চলুন ম্যাচের আগে দুইদলের খুঁটিনাটি জেনে নেওয়া যাক-
এর আগে মাত্র দুইবারই মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা এবং সৌদি আরব। যার একটিতে জয় ৩-১ গোলের জয় আর্জেন্টিনার, অপর ম্যাচটি গোলশূণ্য সমতায় শেষ হয়। বিশ্বকাপে এটিই দুই দলের প্রথম দেখা হতে যাচ্ছে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে, যেটি এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম, ৮০ হাজার দর্শক একসাথে ম্যাচ দেখতে পারবে এখানে।
বর্তমান ফর্ম অনুযায়ী আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে, টানা ৩৬ ম্যাচে অপরাজিত স্কালোনির শিষ্যরা। অপরদিকে সৌদি আরবের ফর্ম বেশ ওঠানামার মাঝে, সর্বশেষ ৬ ম্যাচের মাত্র একটিই জিতেছে মধ্য প্রাচ্যের এই দেশটি।
ফিফা র্যাংকিংয়ে আর্জেন্টিনার অবস্থান যেখানে ৩য় সেখানে সৌদি আরব আছে ৫১ নাম্বারে। দুই দলের শক্তির পার্থক্য বোঝাতে যা সক্ষম।
দুই দলের বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের মধ্যে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১৬৫ ম্যাচ খেলার রেকর্ড অধিনায়ক মেসির, সর্বোচ্চ ৯১ গোলের রেকর্ডও তারই। সৌদি আরবের হয়ে সর্বোচ্চ ৭২ ম্যাচ খেলেছেন ইয়াসের আল শাহরানি, সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ড সালেম আল দাওসারির।
দুই দলের এমন অসম লড়াইয়ে ফেভারিট আর্জেন্টিনাই, সৌদি আরব জিতলে সেটি বড় অঘটন বলেই বিবেচিত হবে।