বিশ্বকাপে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা পাবলো গাভী, ৬৪ বছর ধরে প্রথম ব্রাজিলের পেলে
কাতার বিশ্বকাপে বিস্ময়কর সূচনা করেছে স্পেন। স্পেনের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৭-০ ব্যবধানে দারুণ জয় ছিনিয়ে এনেছে; ম্যাচ জুড়ে ছিলো দাপুটে প্রভাব। স্পেন দলের গোলদাতাদের মধ্যে অন্যতম ছিলেন পাবলো গাভী। গোল করে রেকর্ডও গড়েছেন স্প্যানিশ সেন্ট্রাল মিড ফিল্ডার পাবলো গাভী। মাত্র ১৮ বছর বয়সে গোল করে বিশ্বকাপের দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতার টাইটেল এখন তার দখলে। এমএসএন অবলম্বনে।
১৯৫৮ সাল, ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে মাত্র ১৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ ফুটবলার হয়ে বিশ্বকাপের আসরে গোল করেছিলেন। ৬৪ বছর পেরিয়ে গেছে তবুও এই রেকর্ড কেউ ভাঙ্গতে পারেনি।
ম্যাচ জুড়ে উত্তাপ ছড়িয়েছে স্পেন। কোস্টারিকার বিপক্ষে তখন ৪-০ গোলে এগিয়ে দল। গোল পোস্টের পাশ কেটে পিছনের জালে বল স্পর্শ করাতে সক্ষম হন গাভী, পঞ্চম গোলটি আসে তার পা থেকে। বিশ্বকাপের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে পেলের সাথে তার নামটিও যোগ করেন খেলার ৭৪ মিনিটে। পেলের প্রথম বিশ্বকাপ গোলটি আসে যখন তার বয়স ছিল ১৭ বছর ২৪৯ দিন। গাভীর প্রথম বিশ্বকাপ গোলের সময় তার বয়স হয়েছে ১৮ বছর ১১০ দিন। এটি এমন একটি মূহুর্ত যা গাভী সারা জীবন মনে রাখতে চাইবেন।
কোস্টারিকার বিপক্ষে স্পেনের দুর্দান্ত শুরু। ১১ জনের টিম কম্বিনেশন ছিলো অসাধারণ। খেলোয়াড়দের মধ্যে নান্দনিক ফুটবলের বোঝাপড়া ছিলো চোখে পড়ার মতো। জার্মানি এবং জাপানের বিপক্ষেও পাবলো গাভীর একই রকম দুর্দান্ত পারফর্মেন্স আশা করেন ভক্ত এবং সমর্থেকরা। পেদ্রী এবং গাভী দুই স্পেনিশ মিডফিল্ডার বার্সোলোনায় খেলেছেন এক সাথে ; তাদের এই জুটি জাতীয় দলে নতুন মাত্রা যোগ করবে টুর্নামেন্টের পরের খেলাগুলোতে।
পাবলো গাভীর জন্য বিশ্বকাপের আসরে পেলের সাথে রেকর্ডবুকে নাম লেখানো নিঃসন্দেহে আনন্দের। টুর্নামেন্ট জুড়ে গোলের খাতায় আরও গোল যোগ করতে এই অর্জন তার জন্য অনুপ্রেরণা যোগাবে, চলার পথ সহজ করবে।