আর্জেন্টিনা-পোল্যান্ডসহ ‘সি’ গ্রুপের দলগুলোর সামনে যে সমীকরণ
কাতার বিশ্বকাপে ইতোমধ্যে শেষ ষেলো নিশ্চিত করেছে ৭টি দল। আরও ৯টি দল দ্বিতীয় রাউন্ডের টিকেট কাটার অপেক্ষায়। এ পথে 'সি' গ্রুপে সবচেয়ে জটিল সমীকরণ দাঁড়িয়েছে। পোল্যান্ড, আর্জেন্টিনা, সৌদি আরব ও মেক্সিকো; চার দলই টিকে আছে শেষ ষোলোতে ওঠার দৌড়ে। আজ রাতে মাঠে নামছে এই চার দলই।
আর্জেন্টিনা মুখোমুখি হবে পেল্যান্ডের, সৌদি লড়বে মেক্সিকোর। দুটি ম্যাচই বাংলাদেশ রাত ১টায় শুরু হবে। এই দুই ম্যাচের ফলে নিশ্চিত হবে দুই দলের পরে রাউন্ডে যাওয়া। এক জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পোল্যান্ড। সমান তিন পয়েন্ট করে নিয়েও গোল ব্যবধানের পার্থক্য যথাক্রমে দুই ও তিন নম্বরে আর্জেন্টিনা ও সৌদি আরব। ১ পয়েন্ট নিয়ে চারে মেক্সিকো।
কোন দলকে কী সমীকরণ মেলাতে হবে, দেখে নেওয়া যাক:
পোল্যান্ড
চার পয়েন্ট নিয়ে সবার উপরে থেকেও চিন্তামুক্ত নয় পোল্যান্ড। শেষ ষোলোতে উঠতে রবার্ট লেভানডোভস্কির দলকেও মেলাতে হবে সমীকরণ। পোলিশদের জন্য সহজ সমীকরণে ম্যাচটি জেতা অথবা ড্র করা। জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে যাবে তারা। ড্র করলে ৫ পয়েন্ট নিয়ে উঠবে পরের রাউন্ডে।
হারলেও সুযোগ থাকবে পোল্যান্ডের। এমনকি দুই গোলে হারলেও সুযোগ থাকবে তাদের। তবে এর জন্য সৌদি-মেক্সিকো ম্যাচ ড্র হতে হবে। পোল্যান্ড ৩ গোলে হারলে এবং অন্য ম্যাচ ড্র হলে পোল্যান্ড ও সৌদির পয়েন্ট হবে সমান। দুই দলেরই গোল ব্যবধান হবে (-১)। সেক্ষেত্রে কারা বেশি গোল করেছে, তা দেখা হবে। সেটাও সমান হলে হেড টু হেডে পরের রাউন্ডে যাবে পোলিশরা।
আছে আরও সমীকরণ। পোল্যান্ড যদি হারে এবং মেক্সিকো যদি জেতে, তখন এই দলের পয়েন্ট হবে সমান ৪। তখন গোল ব্যবধান, কারা বেশি গোল করেছে, মুখোমুখি লড়াইয়ে কী হয়েছিল; এসব বিষয় বিবেচনা করা হবে। আবার পোল্যান্ড যদি সর্বোচ্চ ২ গোলে হারে এবং মেক্সিকো এক গোলে জেতে, তাহলে গ্রুপ রানার্সআপ হবেন লেভানডোভস্কিরা।
আর্জেন্টিনা
হারে বিশ্বকাপ মিশন শুরু করা আর্জেন্টিনার জন্য পথটা তুলনামূলক কঠিন। সহজে পরের পর্বে যেতে জয়ের বিকল্প নেই লিওনেল মেসিদের সামনে। ড্র করলেও থাকবে সম্ভাবনা। তবে হারলেই ছিটকে যেতে হবে বিশ্বকাপ থেকে। আর্জেন্টিনা জিতলে এবং অন্য ম্যাচ ড্র হলে মেসিরা হবে গ্রুপ সেরা।
ড্র করলেও আর্জেন্টিনার সামনে সুযোগ থাকবে। তবে প্রার্থনা করতে হবে অন্য ম্যাচ যেন ড্র হয় কিংবা মেক্সিকো ৩ গোলের বেশি ব্যবধানে না জেতে। আবার যদি আর্জেন্টিনা ও সৌদি আরব দুই দলই জেতে, তাহলে গ্রুপ সেরা নির্ধারণে প্রথমে বিবেচনা করা হবে গোল ব্যবধান এবং গোল করা। এখানেও সমান হলে হেড টু হেড দেখা হবে, যেখানে এগিয়ে সৌদিরা।
সৌদি আরব
পোল্যান্ড ও আর্জেন্টিনার মতো সৌদি আরবের প্রথম হিসাবটাও এক, জিতলেই পরের রাউন্ডে উঠবে মধ্যপ্রাচ্যের দেশটি। ড্র করলেও আশা থাকবে, তবে এর জন্য অন্য ম্যাচে আর্জেন্টিনাকে হারতে হবে। আবার পোল্যান্ড হারলেও সুযোগ থাকবে সৌদি আরবের। এক্ষেত্রে পোলিশদের হারতে হবে ৪ গোলের ব্যবধানে।
সৌদি আরব ড্র করলে এবং পোল্যান্ড ৩ গোলে হারলে দুই দলের পয়েন্টের মতো গোল ব্যবধানও সমান হবে। তখন দেখা হবে কোন দল বেশি গোল করেছে। সেটাও সমান হলে হেড টু হেডে গ্রুপ রানার্সআপ হবে পোল্যান্ড। সৌদি জিতলে এবং অন্য ম্যাচ ড্র হলে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যাবে তারাই।
মেক্সিকো
মেক্সিকোর জন্য পথটা একটু বেশি কঠিন। পরের রাউন্ডে উঠতে তাদের সামনে জয়ের বিকল্প নেই। ১ পয়েন্ট পাওয়া দলটির ড্র করার সুযোগ নেই, আর হারলে তো আগেই বিদায়। মেক্সিকো ৪ গোলে জিতলে অন্য ম্যাচের ফল যাই হোক না কেন, নকআউট পর্বে উঠবে উত্তর আমেরিকার দেশটিই। নিজেরা জিতলে এবং আর্জেন্টিনা হারলে কোনো হিসাব ছাড়াই শেষ ষোলোয় উঠবে মেক্সিকো।
আবার মেক্সিকো ৩ গোলে জিতলে এবং অন্য ম্যাচ ড্র হলে আর্জেন্টিনার সমান ৪ পয়েন্ট হবে তাদের। গোল ব্যবধানও হবে সমান (+১)। কোন দল বেশি গোল করেছে, তখন সেটা দেখা হবে। সেটাও সমান হলে হেড টু হেড বিবেচনা করা হবে, যেখানে এগিয়ে থাকা আর্জেন্টিনা পেয়ে যাবে পরের রাউন্ডের টিকেট।