করোনাভাইরাসে দেশে আরও ৩ জনের মৃত্যু
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। এছাড়া নতুন ৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ৪৮২ জনের।
শনিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদিকে, গত পাঁচদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৯ জন। ৭ এপ্রিল ৪১ জন, ৮ এপ্রিল ৫৪, ৯ এপ্রিল ১১২, ১০ এপ্রিল ৯৪ এবং ১১ এপ্রিল ৫৪ জন। এ নিয়ে মোট করোনাভাইরাস শনাক্ত হলো ৪৮২ জনের।
এদিকে, গত পাঁচদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৯ জন। ৭ এপ্রিল ৪১ জন, ৮ এপ্রিল ৫৪, ৯ এপ্রিল ১১২, ১০ এপ্রিল ৯৪ এবং ১১ এপ্রিল ৫৪ জন। এ নিয়ে মোট করোনাভাইরাস শনাক্ত হলো ৪৮২ জনের।
এদিকে অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের ৭০%ই পুরুষ এবং বাকি ৩০% নারী।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৫৮ জনের মধ্যে ৪৮ জন পুরুষ, বাকি ১০ জন মহিলা।
এছাড়া নতুন শনাক্তদের
৩১-৪০ বছর বয়সী আছেন ২২%
২১-৩০ বছর বয়সীরা আছেন ১৯%
৪১-৫০ বছর বয়সীরা আছেন ১৯%
মোট আক্রান্তদের ৫২% ঢাকার, ৩৫% ঢাকার আশেপাশের বিভাগ এবং বাকি ১৫% অন্যান্য বিভাগের।