‘ম্যারাডোনার ৮৬ বিশ্বকাপের আর্জেন্টিনার কথা মনে করিয়ে দিচ্ছে মেসির দলটি’
লিওনেল মেসির নেতৃত্বে এই আর্জেন্টিনার মধ্যে ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার দলের ছায়া খুঁজে পান সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার গ্যারি লিনেকার।
শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা, লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স দেখার পর ম্যারাডোনার আর্জেন্টিনার সঙ্গে এই আর্জেন্টিনার মিল খুঁজে পাওয়ার কথা বলেন লিনেকার।
১৯৮৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জেতা লিনেকার বলেন, 'এই আর্জেন্টিনার দলের মাঝে আমি ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলটির ছায়া দেখতে পাচ্ছি। সেই দলের সেরা খেলোয়াড় ছিলেন ম্যারাডোনা, তাদের জমাট রক্ষণভাগ আর পরিশ্রমী মাঝমাঠ ছিল। এই দলে মেসির সাথে সেই একইরকম রক্ষণভাগ আর মাঝমাঠ দেখতে পাচ্ছি।'
লিনেকার মনে করেন আর্জেন্টিনার এই দল চাপ নিতে পারে, 'আর্জেন্টিনার এই দলটি চাপের মুখে ভেঙে পড়ে না, তারা কঠিন ম্যাচগুলো বের করে নিতে জানে।'
তবে ১৯৮৬ বিশ্বকাপ জেতার সময় দিয়েগো ম্যারাডোনা ছিলেন নিজের ফর্মের তুঙ্গে, সেইদিক থেকে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আছেন লিওনেল মেসি, তাই আর্জেন্টিনা এবং মেসি বিশ্বকাপ জিতবেন কিনা সেটি সময়ই বলে দিবে।