চট্টগ্রাম টেস্টে অনিশ্চিত তাসকিন
চোট কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসার ভারতের বিপক্ষে খেলেছেন তৃতীয় ওয়ানডে। ইশান কিশানের দিনে ভালো সময় না গেলেও দৃষ্টিটা সামনে দিয়ে রেখেছেন পেস আক্রমণের নেতা হয়ে ওঠা তাসকিন। কিন্তু কোহলিদের বিপক্ষে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে তিনিই জানালেন খেলা নিয়ে অনিশ্চয়তার কথা।
ভারতের বিপক্ষে প্রথম টেস্ট নাও খেলা হতে পারে তাসকিনের। কারণ সেই পুরনো চোটই। চোট থেকে ফিরেই যেন ধকল না নিতে হয়; এ ব্যাপারে সতর্ক বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। চোট, দীর্ঘতম ফরম্যাট টেস্ট খেলার শারীরিক চাপ ও ফিটনেস বিবেচনায় তাসকিনকে খেলানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ।
ভারতের বিপক্ষে দেশের অবিস্মরণীয় দুই ওয়ানডে জয়ের অংশ হতে পারেননি চোটের কারণে। শুরুতে বলা হয়, চিকিৎসকের পরামর্শে প্রথম ওয়ানডেতে তাসকিনকে বিশ্রামে রাখা হবে। পরে দ্বিতীয় ওয়ানডেতেও তাকে খেলানোর ঝুঁকি নেয়নি বাংলাদেশ। তৃতীয় ওয়ানডে দিয়ে ফিরলেও চেনা ছন্দে ছিলেন না এই গতি তারকা। ৯ ওভারে খরচা করেন ৮৯ রান, যা তার ক্যারিয়ারে সবচেয়ে খরুচে বোলিং।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তাসকিন। এতোটুকুতেই হচ্ছে না, ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হওয়ার আগে দুই দিনের অনুশীলনের ওপর নির্ভর করছে তার খেলা ব্যাপারটি। বাংলাদেশ পেসার বলেন, 'ইতোমধ্যে টিম ম্যানেজেমন্ট ও দল আমার ওয়ার্কলোড বিল্ডআপ নিয়ে ভাবছে, যেহেতু কেবলই চোট থেকে এলাম। তাই ওয়ার্কলোড, ফিটনেস, বোলিং লোড সবকিছু বাড়ানো নিয়ে কাজ করছি।'
'যদি এই ম্যাচের আগে লোড পূরণ হয়, সেক্ষেত্রে হয়তো যদি তারা মনে করেন, তাহলে আমি খেলব। যদি ওয়ার্কলোড পূরণ না হয়ে থাকে, তাহলে এই টেস্টটা ম্যানেজমেন্ট আমাকে নাও খেলাতে পারে। হয়তো দ্বিতীয় টেস্ট লক্ষ্য বানাতে হবে। তো, এটা নিয়ে তারা এর মধ্যেই ভাবছে এবং আমার সঙ্গেও কথা বলা হয়েছে। আমার ওয়ার্কলোড পরিকল্পনা ইতোমধ্যে আমাকে দিয়েছে। ওটাই অনুসরণ করছি।' যোগ করেন তাসকিন।'
গত ৮ মাসে কোনো টেস্ট খেলেননি তাসকিন। পেস আক্রমণের গুরুত্বপূর্ণ এই সদস্য সর্বশেষ টেস্ট খেলেন গত মার্চে, ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর দেশের মাঠে শ্রীলঙ্কা সিরিজ ও গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি চোটের কারণে। এ সময়ে ঘরোয়া লঙ্গার ভার্সনের ম্যাচও খেলেন তাসকিন। আর গত মাস ব্যস্ত ছিলেন টি-টোয়েন্টি খেলা নিয়ে। বাংলাদেশের হয়ে ১১ টেস্টে ২৫টি উইকেট নিয়েছেন তাসকিন।