গরিবের চালে ‘অপশক্তির’ থাবা
করোনাভাইরাসের এই দূর্যোগের সময় সীমাহীন কষ্ট ভোগ করছেন খেটে খাওয়া মানুষ। ঘোষিত ও অঘোষিত লকডাউনের কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ-ই ঘর থেকে বের হতে পারছেন না। কাজ বন্ধ। আয় না থাকায় খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। তাদের কষ্ট লাঘব করতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।
কিন্তু দরিদ্র মানুষদের মুখে অন্ন তুলে দিতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো ম্লান হতে চলেছে। অভুক্ত মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে সারা দেশে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। কিন্তু সেই ত্রাণে কালো থাবা বসাচ্ছেন দেশের কিছু জনপ্রতিনিধি ও অসাধু ব্যবসায়ী। গত কিছুদিন ধরে সারা দেশে ত্রাণের চাল চুরির ঘটনায় নড়েচেড়ে বসেছে প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে চালচোরদের বিরুদ্ধে হুশিয়ারি দিয়েছেন। ত্রাণের চাল চুরি বা আত্মসাতের সঙ্গে জড়িতদের তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালতে সাজা দিতেও নির্দেশ দিয়েছেন।
তার পরও থেমে নেই ত্রাণ চুরি কিংবা আত্মসাতের ঘটনা। রোববার সরকারি ত্রাণ আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউপির সদস্য কবির হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম।
তিনি জানান, ইউপি সদস্য কবির হোসেন সরকারি ত্রাণের চাল মানুষের মধ্যে বিতরণ না করে নিজের ঘরে আত্মসাৎ করে রেখেছিলেন। অসহায় গরীব মানুষের ত্রাণের জন্য তার বাড়িতে গেলে তিনি মানুষের সাথে দুর্ব্যবহার করেন।
তিনি বলেন, এ রকম অভিযোগ পেয়ে বিষয়টি তদন্তে নামে উপজেলা প্রশাসন। ঘটনার সত্যতা পেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়। সেই প্রতিবেদনের প্রেক্ষিতে ইউপি সদস্য কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
২৭০ কেজি চাল চুরির দায়ে ১৫ দিনের কারাদণ্ড
এদিকে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭০ কেজি চাল চুরির দায়ে সোমবার দিনাজপুরের বিরামপুরে একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সুলতান মাহমুদ (৪৫) উপজেলার দিওড় ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচীর চাল ডিলার মোতাহার হোসেনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ডিলার মোতাহার হোসেনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। এ ছাড়াও ডিলারসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় প্রচলিত আইনে মামলা করা হবে।
শ্রমিকলীগ নেতার গুদামে ১৫৮ বস্তা চাল
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৮ বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতে উপজেলার তাইন্দং বাজারে স্থানীয় ইউপি সদস্য শ্রমিকলীগ নেতা জামাল উদ্দিনের গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এ সময় টের পেয়ে ইউপি সদস্য ও তার সহকারীরা পালিয়ে যান।
এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ।
২ হাজার ২৭০ কেজি চাল আত্মসাৎ, যুবলীগ নেতা আটক
মানিকগঞ্জের সিংগাইরে খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) চাল আত্মসাৎ ও অবৈধ মজুতের অভিযোগে আবু বকর সিদ্দিক নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ।
ওই ডিলার ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। রোববার রাতে উপজেলার ধল্লা এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় ধল্লা ইউনিয়নের ট্যাগ অফিসার ও স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজিমুদ্দিন বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করেছেন।
সিংগাইর থানার ওসি আবদুস সাত্তার জানান, চাল আত্মসাৎ ও অবৈধ মজুতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি দুদকে স্থানান্তর করা হবে।
পশুপাখির খাদ্যের সঙ্গে ১১৬ বস্তা সরকারি চাল, জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে পশুপাখির খাদ্যের সঙ্গে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল রাখার দায়ে সাতক্ষীরায় এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শফিউর রহমান নামে ওই ডিলার ১১৬টি বস্তায় পাঁচ হাজার ৮০০ কেজি চাল বিতরণ না করে পশুপাখির খাদ্যের সঙ্গে রেখে দিয়েছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সোমবার বেলা ১১ জেলা সদরের মাধবকাঠিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী।
টিসিবির ৬ হাজার ৪৮০ লিটার তেলসহ গ্রেপ্তার ২, মামলা
মজুদ করা টিসিবির ছয় হাজার ৪৮০ লিটার তেল উদ্ধার করেছে রংপুর গোয়েন্দা পুলিশ।
সোমবার দুপুরে নগরীর রবার্টসনগঞ্জের একটি গোডাউনে অভিযান চালিয়ে তেলগুলো উদ্ধার করা হয়।
এ সময় গোডাউন থেকে ইরফানুল হাসান ও হারুন-অর-রশীদ নামে দুই তরুণকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি) উজ্জল প্রসাদ পাঠক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, গ্রেপ্তার হওয়া দুই তরুণসহ চার জনের নামে বাদি হয়ে মামলা করেছে ডিবি পুলিশ। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।