বিশ্বকাপ ফাইনাল শুধু মেসিকে নিয়ে নয়: ফ্রান্স অধিনায়ক
অপেক্ষার প্রহর প্রায় শেষ, আর কয়েক ঘণ্টা পরই আর্জেন্টিনা-ফ্রান্স মহারণ। কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শ্রেষ্ঠত্বের মুকুট জেতার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। লড়াইটা দুই দলের, দুই দেশেরও। কিন্তু এখানে একটি নাম সবেচেয়ে বেশি করে উচ্চারিত হচ্ছে, লিওনেল মেসি।
দীর্ঘ ক্যারিয়ারে অনেক কীর্তি গড়লেও বিশ্বকাপ জেতা হয়নি আর্জেন্টাইন এই ফুটবল জাদুকরের। তাই অনেকেরই চাওয়া শেষ বিশ্বকাপে স্বপ্নপূরণ হোক মেসির, তুলে ধরুক সোনালী শিরোপা। কিন্তু সবখানে মেসিকে নিয়ে আলোচনায় যেন খানিকটা বিরক্তই প্রতিপক্ষ দলের অধিনায়ক হুগো লরিস। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনাল শুধু মেসিকে নিয়ে নয়।
ফরাসী গোলরক্ষকের মতে, প্রতিপক্ষ দলে মেসির মতো খেলোয়াড় থাকলে তার দিকে নজর রাখতেই হবে, কিন্তু ফাইনালটা শুধু মেসিকে নিয়ে নয়। তিনি বলেন, 'একজন খেলোয়াড়কে কেন্দ্র করে এই আসরটি খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালটি দুটি বড় দেশের মধ্যে।'
'আপনি যখন এমন খেলোয়াড়ের (লিওনেল মেসি) মুখোমুখি হবেন, তার দিকে মনোযোগ দিতেই হবে। কিন্তু এর মানে এই নয় যে, ম্যাচটা শুধু তাকে নিয়েই।' যোগ করেন ফ্রান্সের ৩৫ বছর বয়সী এই গোলরক্ষক।
দুর্বার গতিতে ফাইনালে উঠে গেছে ফ্রান্স। তাদের সামনে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতার সুযোগ। কিন্তু লরিস মনে করালেন যেকোনো অবস্থার জন্যই প্রস্তুত থাকতে হবে তাদের, 'মাঝে মাঝে কষ্টকে সাদরে গ্রহণ করে নিতে হবে আপনাকে। সেই সঙ্গে বেশিরভাগ সময়ে ভালো ভালো সিদ্ধান্তও নিতে হবে।'
এবারের আর্জেন্টিনাকে এখনও বোঝার চেষ্টা করে যাচ্ছে ফ্রান্স। সতর্কতা কথা উল্লেখ করে লরিস বলেন, 'ফাইনালে সম্মান জানিয়ে খেলার পরিকল্পনা থাকবে আমারা। আর্জেন্টিনা দলকে এখনও বোঝার চেষ্টা করছি আমরা, প্রস্তুত হচ্ছি বড় এই ম্যাচের জন্য। যেকোনো সময়ে এমন অবস্থা আসতে পারে, যেটার জন্য আপনি প্রস্তুত ছিলেন না।'