ফটোগ্রাফারের অনুমতি ছাড়া কবুতরের ছবি ব্যবহার করায় ১.২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে কোম্পানি
পাখি সংক্রান্ত পণ্য তৈরি ও বিপণনের ক্ষেত্রে 'বার্ড বি গন' কোম্পানিটির সারাবিশ্বে জনপ্রিয়তা রয়েছে। কোম্পানিটি নিজেদের পণ্য বিপণনের ক্ষেত্রে প্রমোশনাল কাজে বিভিন্ন ধরণের ছবি ব্যবহার করে থাকে। আর তারই ফলশ্রুতিতে মূল ফটোগ্রাফারের অনুমতি ছাড়া একটি কবুতরের ছবি ব্যবহার করায় 'বার্ড বি গন' কোম্পানিকে ক্ষতিপূরণ বাবদ ১.২ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। খবর পেটাপিক্সেলের।
ঘটনার শুরু আজ থেকে ২৩ বছর আগে। ১৯৯৯ সালে ডেনিস নামের এক ফটোগ্রাফার মিয়াড ফটোগ্রাফি নামের এক কোম্পানির পক্ষ হয়ে উড়ন্ত কবুতরের একটি ছবি তোলেন। ডেনিসের তোলা ছবিটি প্রথমদিকে মিয়াড ফটোগ্রাফির অনুমতিক্রমেই 'বার্ড বি গন' কোম্পানি ব্যবহার করতে থাকে। কিন্তু সমস্যার শুরু ২০০৩ সালে, যখন 'বার্ড বি গন' কোম্পানিটি নিজেদের বিজ্ঞাপন দেওয়া শুরু করে। বিজ্ঞাপন শুরু করার পর কোম্পানিটির সাথে ফটোগ্রাফার ডেনিস ও মিয়াড ফটোগ্রাফির সম্পর্কের ইতি ঘটে।
২০০৩ সালে ডেনিস ও মিয়াড ফটোগ্রাফির সাথে সম্পর্কের ইতি ঘটলেও ২০০৫ সালে 'বার্ড বি গন' কোম্পানিটি তাদের বেশ কিছু পণ্যের প্যাকেজিং ও প্রমোশনে ডেনিসের তোলা 'উড়ন্ত কবুতর' এর ছবিটি ব্যবহার করে। শুধু তাই নয়, 'বার্ড বি গন' কর্তৃপক্ষ ডেনিস কিংবা মিয়াদ ফটোগ্রাফিকে না জানিয়েই ছবিটি নিজেদের নামে কপিরাইট করে নিতে আবেদন করে। কিন্তু বিপত্তি বাঁধে যখন ২০১৭ সালে 'বার্ড বি গন' কোম্পানির একজন কর্মী কপিরাইট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ফটোগ্রাফার ডেনিসকে ছবিটি তোলার তারিখ সম্পর্কে জানতে মেইল করেন।
ডেনিস 'বার্ড বি গন' কোম্পানির এ অসদুপায় সম্পর্কে জানতে পেরে ক্ষুব্ধ হন এবং ২০১৯ সালে ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা করে দেন। মামলার পর 'বার্ড বি গন' তাদের সকল পণ্যের মোড়ক থেকে 'উড়ন্ত কবুতর' এর ছবিটি সরিয়ে ফেলে। কিন্তু কোম্পানিটি দাবি করে যে, উক্ত ছবিটি ব্যবহারের জন্য ফটোগ্রাফার তাদের অনুমতি দিয়েছিল। এদিকে একই বছরে ছবিটির মালিক ফটোগ্রাফার ডেনিস মৃত্যুবরণ করলে মামলাটি জটিল আঁকার ধারন করে।
তবে সুবিচার নিশ্চিতের ক্ষেত্রে হাল ছাড়েননি ডেনিসের কন্যা। আইনজীবীকে সাথে নিয়ে বাদী হিসেবে মামলাটি লড়েছেন শেষ পর্যন্ত। অবশেষে সম্প্রতি ম্যাজিস্ট্রেট স্টিভ কিমের নেতৃত্বে দুই ধাপের বিচার শেষে লস এঞ্জেলসের ফেডারাল জুরি 'বার্ড বি গন' কোম্পানিকে কপিরাইট আইনে দোষী সাব্যস্ত করেন। আর এ অসদুপায় অবলম্বলনের জন্য কোম্পানিটিকে আদালত ১.২ মিলিয়ন ডলারের জরিমানা করে।
মামলার বাদী পক্ষের আইনজীবী জানান, বাবার পক্ষে মামলার লড়াই করে জয়ী হওয়ার পর ডেনিসের কন্যা আবেগি হয়ে যান এবং খুশিতে কান্না করে দেন। অন্যদিকে 'বার্ড বি গন' কোম্পানির আইনজীবী ভ্যান লবেন জানান, বাদী পক্ষের পক্ষ থেকে যথেষ্ট তথ্য প্রমাণ তাঁরা আদালতে হাজির করতে পারেন নি। এছাড়াও আদালতের পক্ষ থেকে অনেক বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। তাই 'বার্ড বি গন' কোম্পানি মামলাটি পুনর্বিবেচনার জন্য আবারও আপিল করবেন।