ব্যালন ডি'অর জেতার দৌড়ে মেসির সঙ্গে কাকে রাখছেন লেভানডোভস্কি
৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পেছনে তার অবদান সবচেয়ে বেশি, সেইসাথে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতাও ঘুচিয়েছেন লিওনেল মেসি। তাই ২০২৩ ব্যালন ডি'অর জেতার দৌড়ে এখন মেসিই সবার উপরে আছেন বলে মনে করছেন রবার্ট লেভানডোভস্কি।
বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং পোল্যান্ড। সেখানে মেসির বিপক্ষে খেলেছেন লেভানডোভস্কি। এছাড়াও মেসির সাবেক ক্লাব বার্সেলোনার বর্তমান খেলোয়াড় লেভানডোভস্কি। বরাবরই মেসির প্রশংসায় পঞ্চমুখ এই পোলিশ স্ট্রাইকারের মতে, মেসি নিজের অষ্টম ব্যালন ডি'অর জেতার পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন।
ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭ টি ব্যালন ডি'অর জিতেছেন মেসি। যার মধ্যে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা ৪ টি ব্যালন ডি'অর জিতেছিলেন তিনি। বিশ্বকাপের বছরে সাধারণত এই ট্রফি জেতার উপরেই ব্যালন ডি'অরের ভাগ্য নির্ভর করে। যদি না কেউ ক্লাব মৌসুমে অসাধারণ খেলে থাকেন। সেই হিসেবে নিজের অষ্টম ব্যালন ডি'অর জেতার দৌড়ে মেসিই এখন সবার উপরে অবস্থান করছেন।
বিশ্বকাপ জেতার পাশাপাশি গোল্ডেন বলও জিতেছেন মেসি, দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। ক্লাব মৌসুমের দিকে তাকালে সেখানেও মেসি আধিপত্য বিস্তার করেছেন। ক্লাব পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠেছেন। লিগের শীর্ষে আছে তার দল। ব্যক্তিগতভাবেও দুর্দান্ত কাটছে মেসির মৌসুম।
সব মিলিয়েই লেভানডোভস্কির মতে মেসিই এখন ব্যালন ডি'অর জেতার সবচেয়ে যোগ্য দাবিদার, 'যদিও কিলিয়ান এমবাপ্পেও বেশ ভালো খেলেছে, কিন্তু বিশ্বকাপ জেতার ফলে মেসিই এখন সবার উপরে।'
মেসি যদি শেষ পর্যন্ত নিজের অষ্টম ব্যালন ডি'অর জিতেই যান, তাহলে ১৯৫৬ সালের প্রথম ব্যালন ডি'অর জেতা স্ট্যানলি ম্যাথিউসের পর তিনিই হবেন সবচেয়ে বেশি বয়সে জেতা খেলোয়াড়। তালিকায় বর্তমানেও দ্বিতীয় স্থানে আছেন মেসিই। নিজের সপ্তম ব্যালন ডি'অর জেতার সময়ই এই রেকর্ড গড়েছিলেন মেসি। নিজের গড়া রেকর্ড ভাঙ্গার হাতছানি এখন মেসির সামনে।