জুন অথবা জুলাইয়ে বাংলাদেশে আসতে পারেন মেসিরা: কাজী সালাউদ্দিন
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন এই কথা। জুন-জুলাইয়ের দিকে আর্জেন্টিনা দল আসতে পারে বাংলাদেশে। যদিও কোনো কিছুই এখনো নিশ্চিত নয় বলেও মন্তব্য করেছেন বাফুফে সভাপতি।
কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দল নিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের উন্মাদনা পৌঁছে গিয়েছিল অন্যমাত্রায়। যা নিয়ে খবর প্রচারিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। আর্জেন্টিনার গণমাধ্যমেও ঢালাওভাবে প্রচার করা হয়েছিল বিভিন্ন ছবি এবং ভিডিও। এবার আর্জেন্টিনা দলকে বাংলাদেশে এনে সেটির পূর্ণতা দিতে চায় বাফুফে।
কাতার বিশ্বকাপের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশিদের আর্জেন্টিনা দল নিয়ে পাগলামি দেখে আর্জেন্টিনার মানুষও আপ্লুত হয়েছেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে দুই দেশের মানুষের মধ্যে। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর থেকেই বাংলাদেশি ভক্তদের দাবি, বাফুফে যেন ট্রফিসহ মেসিদেরকে ঢাকায় আমন্ত্রণ জানায়।
বাফুফে সেটি করেছে, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও ইতিবাচক সাড়া দিয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ভাষ্যমতে, 'এখনো কিছুই নিশ্চিত নয়। তবে আর্জেন্টিনা ফেডারেশন ইতিবাচক সাড়া দিয়েছে। আমরা আশাবাদী, জুন-জুলাইয়ের দিকে আর্জেন্টিনা বাংলাদেশে আসবে।'
যদি শেষপর্যন্ত আলবিসেলেস্তেরা এই সফর করে, তাহলে এটি মেসিদের দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসা হবে। ২০১১ সালে প্রথম ও এখন পর্যন্ত শেষবার ঢাকায় এসেছিল আকাশি-নীল দলটি।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচও খেলেন মেসি-দি মারিয়ারা। সেই ম্যাচে প্রতিপক্ষ নাইজেরিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।