মেসিকে কী বলেছেন রোনালদো?
প্রায় তিন বছর পর মুখোমুখি হয়েছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। হতে পারে এটিই ছিলো দুজনের সম্ভাব্য শেষ মুখোমুখি লড়াই। তাই চ্যারিটি ম্যাচ হলেও ভক্তদের আগ্রহ ছিলো তুঙ্গে। সেখানে মেসির পিএসজি ৫-৪ গোলে হারিয়েছে রোনালদোর অধিনায়কত্বে নামা সৌদি অলস্টার একাদশকে।
ম্যাচের প্রথম গোল করেছেন মেসি, দুটি গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টিভি পর্দায় দেখা যায়, ম্যাচ শুরুর আগে করমর্দনের সময় মেসিকে উদ্দেশ্য করে কিছু একটা বলছেন রোনালদো। আর্জেন্টাইন জাদুকরকে কী বলছিলেন সিআর সেভেন?
সদ্যই বিশ্বকাপ জিতেছেন মেসি, ক্যারিয়ারের সব অর্জন পূর্ণ হয়েছে তার। বিশ্বজয়ের জন্য মেসিকে অভিনন্দন জানিয়ে কিছু বলেছেন কী রোনালদো? যদিও অনেকে দাবি করছেন, তেমন কিছু বলেননি রোনালদো।
বরং রোনালদোর ঠোঁটের নড়াচড়া দেখে মনে হয়েছে তিনি স্প্যানিশে বলেছেন, 'কুই গ্যান এল মেজর'। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'মাঠে যে সেরা তারই যেন জয় হয়।' কথাগুলো বলার সময় অবশ্য মেসির চোখের দিকে তাকাননি রোনালদো।
যদিও এরপর ম্যাচের আগে রোনালদো-মেসি পাশাপাশি দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরেন। মেসিও হেসে কিছু একটা বলছিলেন সিআর সেভেনকে। নিজের ইনস্টাগ্রামে রোনালদোকে জড়িয়ে ধরার একটি ছবিও দিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। রোনালদো নিজের ফেসবুকে মেসিকে জড়িয়ে ধরে থাকা একটি ছবি দিয়ে লিখেছেন, 'পুরোনো বন্ধুদের সঙ্গে আবারো দেখা হয়ে ভালো লাগল।'