'আব্বায় এখন কী নিয়া বাঁচব?' নিহত দুই ভাইয়ের স্বজনের আহাজারি
'ভাই, তুই কেন গেলি? কেন গেলি আইজকা কেনাকাটা করতে? না গেলে তো এমন হইত না রে, ভাই। আব্বায় এখন কী নিয়া বাঁচব?' কাঁদতে কাঁদতে এসব বলে আহাজারি করছিলেন নিহত ব্যবসায়ী মানসুর হোসেন (৪২) ও শিক্ষার্থী আল আমিনের (২৩) বড় ভাই কাওসার হোসেন।
মঙ্গলবার বিকালে রাজধানীর আলুবাজার এলাকায় ভবন বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে কাঁদছিলেন মানসুর ও আল আমিনের পরিবারের সদস্যরা।
কাওসার জানান, মানসুর তার আপন ভাই। আর আল আমিন খালাতো ভাই। দুজনই ছিলেন তার খুব আদরের।
মানসুর গুলিস্তানের ফুলবাড়িয়া-১ মার্কেটে মশারীর ব্যবসা করতেন। তার দোকানের নাম হাবিব বেডিং। আজ বিকেলে দুই ভাই স্যানিটারি সামগ্রী কিনতে গুলিস্তানে যান। তারা রাস্তায় থাকতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
কথা বলতে বলতেই তাদের একজনের মোবাইল ফোনে কল আসে। মানসুরের বোন কল রিসিভ করে কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'মানসুর আর নাই গো, আলামিনও নাই। সব শ্যাষ হইয়া গেছেগা। কিচ্ছু নাই। '