বিমানবন্দর-গাজীপুর রুটে বিআরটি লাইনের এক অংশ খুলে দেওয়া হয়েছে
বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি র্যাম্প গণপরিবহনের জন্য খুলে দেয়া হয়েছে।
আজ বুধবার (১৯ এপ্রিল) সকালে বিমানবন্দরের সামনে গাজীপুরমুখী এই র্যাম্পটি অনানুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয় বলে জানিয়েছেন ঢাকা বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম।
তিনি টিবিএসকে বলেন, ঈদের আগে ময়মনসিংহ অভিমুখী যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে র্যাম্প ও মূল অংশ নিয়ে বিআরটির মোট ৬৮৩ মিটার চালু করা হয়েছে।
ঈদের পর পর একই লাইনের ঢাকামুখী অংশও চালু করা হবে বলে জানান তিনি।
উড়ালসড়কটি শুধু হালকা ও মাঝারি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এ পথ দিয়ে বড় বাস, ট্রাকসহ পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।