পাঁচদিনের ছুটি শেষে অফিস খুলছে আজ
পবিত্র ঈদ-উল-ফিতরের পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গত ২২ এপ্রিল সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
এবছর ঈদুল ফিতরে টানা পাঁচদিন ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা, যা গত ২০ এপ্রিল এক নির্বাহী আদেশের মাধ্যমে ঘোষণা করা হয়।
পবিত্র শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা থাকার কথা ছিল। তবে ওইদিন (২০ এপ্রিল) নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানিয়ে দেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
এবারও বিপুল সংখ্যক মানুষ রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে প্রিয়জনদের সাথে ঈদ উৎসব উদযাপন করতে যাওয়ায় ঢাকার রাস্তাগুলো জনশূন্য হয়ে পড়ে।
অফিস ও কাজে যোগ দিতে রোববার (২৩ এপ্রিল) থেকে লোকজন ঢাকায় ফিরতে শুরু করেছে।