সৌদি আরব ছাড়তে চান রোনালদো, রিয়ালে ফেরার দরজা খোলা!
সৌদি আরবে সময়টা ভালো-মন্দের মিশেলে কাটছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। ব্যক্তিগতভাবে তার ফর্ম ওঠা-নামা করার ছাপ দেখা যাচ্ছে আল-নাসেরের খেলাতেও। রোনালদো যেদিন জ্বলে উঠতে পারছেন না সেদিন পেরে উঠছে না তার দলও।
আর এভাবেই সৌদি লিগের শিরোপা লড়াই থেকে পিছিয়ে পড়েছে আল-নাসের। কিংস কাপের সেমি-ফাইনাল থেকেও বিদায় নিয়েছে রোনালদোর দল। সব মিলিয়ে রোনালদো হারিয়েছেন মেজাজ।
মাঠের মধ্যে রেসলিং করে কিংবা প্রতিপক্ষ খেলোয়াড়কে পাত্তা না দিয়ে, জর্জিনার সঙ্গে সম্পর্কের অবনতির গুঞ্জন আর ক্লাব প্রেসিডেন্টের একটি ভুয়া মন্তব্য ঘিরে নানামুখী নেতিবাচক সমালোচনার মধ্যে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এর আগে ম্যাচ হেরে ক্ষুব্ধ হয়ে কারো সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছেড়ে গিয়ে সমালোচিত হয়েছেন। আল-ওয়েহদার সঙ্গে ম্যাচ শেষে ডেভিড বিগুয়েল নামের এক খেলোয়াড় জার্সি বদল করতে চাইলেও তাকে পাত্তা না দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন।
এসব কিছুর মাঝে গুঞ্জন উঠেছে, সৌদি আরবের ওপর থেকে নাকি এখনই মন উঠে গেছে রোনালদোর। এই মৌসুম শেষ করেই আল-নাসেরের সঙ্গে চুক্তি ছিন্ন করে ইউরোপে ফিরতে চান তিনি। এমনকি রিয়াল মাদ্রিদও নাকি ক্লাবে ফিরিয়ে আনতে চায় তাদের সাবেক কিংবদন্তিকে!
তবে সেটি খেলোয়াড় হিসেবে নয়, অন্য কোনো ভূমিকায় রোনালদোর জন্য ক্লাবে ফেরার দরজা খোলা রেখেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। রোনালদো অবশ্য খেলোয়াড় হিসেবেই ইউরোপে ফিরতে চান বলে খবর দিয়েছে 'এল ন্যাসিওনাল'।