ফ্রি কমিক বই দিবস: কয়েক মিলিয়ন কমিক বই বিনামূল্যে বিতরণের দিন
বড়সড় আয়োজন করে বিনামূল্যে আগ্রহী পাঠকদেরকে কমিক বই দেওয়া হয়। দিনটির নাম ফ্রি কমিক বই দিবস। এ দিনে কয়েক মিলিয়ন কমিক বই ফ্রিতে বিলি করা হয়। প্রায় ২০ বছর আগে এমন আয়োজনের জন্ম হয়েছে।
কমিক মাধ্যমে মানুষের আগ্রহ আরও বাড়ানোর কথা চিন্তা করে এ দিনটি চালু করা হয়েছে। কমিক বইয়ের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক ব্যবসায়ী জো ফিল্ড প্রথম এ দিনটির প্রস্তাব করেন। ইতিবাচক সাড়ার পর ২০০২ সালে এ ইভেন্টটি চালু হয়।
এরপর থেকে ক্রমশ বড় হয়েছে এটি। হাজার হাজার খুচরা কমিক বিক্রেতা এ দিনটির জন্য কয়েক মিলিয়ন কমিকের অর্ডার করেন — উদ্দেশ্য কমিক ভক্ত ও যারা সদ্য সদ্য কমিক পড়তে আগ্রহী হয়ে উঠছেন তাদেরকে বিনামূল্যে বিতরণ করা।
এ ইভেন্ট উপলক্ষ্যে যেসব কমিক প্রকাশ করা হয় সেগুলো সাধারণত ৩২ পৃষ্ঠার একক ইস্যু হয়। কখনো কখনো এ কমিকগুলোতে নবাগত পাঠকদেরকে নতুন বা প্রতিষ্ঠিত কোনো কমিক সিরিজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
যদিও এ ইভেন্টে সচরাচর স্বাধীন কমিকগুলোর পৃষ্ঠপোষকতা করা হয়, মার্ভেল ও ডিসি কমিকও এ ইভেন্টে একাধিক কমিক বই এখন পর্যন্ত প্রকাশ করেছে।
ফ্রি কমিক বই দিবস কী?
ফ্রি কমিক বই দিবসে কমিক বইয়ের দোকানগুলো অংশগ্রহণ করে। দিনটি উপলক্ষ্যে উত্তর আমেরিকা এবং সারাবিশ্বের অন্যান্য কমিক বইয়ের দোকানগুলোতে যারা আসেন, তাদেরকে বিনামূল্যে কমিক বই দেওয়া ওসব দোকানের পক্ষ থেকে।
প্রতি বছর প্রায় ২,০০০-এর বেশি অংশগ্রহণকারী কমিক বইয়ের দোকান কয়েক মিলিয়ন কমিক বই এ দিনে বিনামূল্যে বিতরণ করে। এছাড়া এ দিনে দোকানদারেরা তাদের অন্যান্য পণ্যের প্রমোশনও করে থাকেন।
২০২৩ সালের ফ্রি কমিক বই দিবস কবে?
এ বছরের ফ্রি কমিক বই দিবস গতকাল শনিবার (৬ মে) উদযাপন করা হয়েছে। ঐতিহ্য অনুসারে প্রতি বছরের মে মাসের প্রথম শনিবার এ দিবস উদযাপন করা হয়।
কিছু কিছু সংস্করণে এ দিবসটি একটি সুপারহিরো সিনেমার মুক্তির সঙ্গে মিলিয়ে পালন করা হয়। যেমন, গত বছর মার্ভেল স্টুডিওর ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অভ ম্যাডনেস সিনেমার মুক্তির সঙ্গে তাল মিলিয়ে এ দিন উদযাপন করা হয়েছিল। এ বছরের সিনেমাটি ছিল গার্ডিয়ানস অভ দ্য গ্যালাক্সি ভলিউম ৩।
কোন কোন কমিক বইয়ের দোকান অংশ নেয়?
বলা বাহুল্য, সব কমিকের দোকান এ দিনে বিনামূল্যে কমিক বিতরণ করে না। ফ্রি কমিক বুক ডে-এর ওয়েবসাইটে গিয়ে নিজের আশপাশে বা শহরে কোন দোকানটি এ দিনটি উদযাপন করে তা জানা সম্ভব।
ওই ওয়েবসাইটের 'ফাইন্ড আ শপ' সেকশনে গিয়ে ঢাকা'র কোনো কমিক বইয়ের দোকানের নাম অংশগ্রহণকারী হিসেবে পাওয়া যায়নি। বেশিরভাগ অংশগ্রহণকারী দোকানই মূলত যুক্তরাষ্ট্র ও কানাডার।
তবে যেকোনো দেশের কমিক বইয়ের দোকানই এ উদযাপনে অংশ নিতে পারে। যদিও দেশভেদে — কোন কোন কমিক বই বিনামূল্যে বিতরণ করা হবে — তা আলাদা হয়।
ফ্রি কমিক বই দিবস ২০২৩-এর কমিকের তালিকা
এ দিনে যেসব কমিক প্রকাশিত হয়, সেগুলোকে দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে — গোল্ড কমিকস এবং সিলভার কমিকস।
গোল্ড কমিকগুলো অংশগ্রহণকারী প্রতিটি দোকানে পাওয়া যায়। অন্যদিকে সিলভার কমিকসগুলো সব দোকানে নাও পাওয়া যেতে পারে। এ বছরের কমিকগুলোর তালিকা নিচে দেওয়া হলো।
গোল্ড কমিকস
- আর্চি হরর প্রেজেন্টস কার্সড লাইব্রেরি
- অ্যাভেঞ্জার্স এক্স-মেন #১
- চোজিন এক্স অ্যান্ড রুস্টার ফাইটার
- কোনান বার্বারিয়ান এসপি
- ডগ ম্যান অ্যান্ড দ্য লিগ অভ মিসফিটস
- ফিশফ্লাইজ #১
- রেঞ্জার অ্যাকাডেমিক প্রিভিউ
- রেড সনজা শি ডেভিল উইথ আ সোর্ড #০
- সিসমিক স্টোরিজ
- স্পাইডার-ম্যান ভেনম #১
- স্টার ট্রেক ডে অভ ব্লাড
- আমব্রেলা অ্যাকাডেমি অ্যান্ড উইচার
সিলভার কমিকস
- ২০০০ এডি প্রেজেন্টস দ্য বেস্ট কমিক এভার
- অ্যানিমেল ক্যাসল
- অ্যানিমেল ক্রসিং অ্যান্ড কার্বি মাঙ্গা ম্যানিয়া
- বেবি সিটারস লিটল সিস্টার ক্যারেন্স হেয়ারকাট
- ক্রাইমবাস্টার #১
- ফেবুলাস ফিউরি ফ্রিক ব্রাদার্স
- ফ্র্যাজেটাভার্স #০
- আই অ্যাম স্ট্যান স্যাম্পলার
- ইনভেস্টিগেটরস অল টাইড আপ স্নিক পিক
- কোডানশা শামান কিং ফ্লাওয়ার্স ডেমন স্কুল স্যাম্পলার
- কটো কটোরা
- লাস্ট কমিকস অন আর্থ স্যাম্পলার
- ম্যাডবলস ভার্সাস গার্বেজ পেইল কিডস #০
- মার্ভেল ভয়েসেস #১
- মেক ক্যাডেটস স্পেশাল
- মেক্সিকিড স্যাম্পলার
- এনবিএক্স ব্যাটল ফর পাম্পকিন কিং #১
- ওভারস্ট্রিট গাইড টু কালেক্টিং
- প্রিন্সলেস
- পাঞ্চ আপ! প্রিভিউ
- রানএস্কেপ আনটোল্ড টেইলস গড ওয়ারস
- স্যাক্রিফায়ার্স #!
- শ্যাডোম্যান ডার্ক লেগেসি
- স্মার্ফস #১
- স্পাইডি অ্যান্ড ফ্রেন্ডস #১
- স্টার ওয়ার্স হাই রিপাব এডিভিডিএস অ্যান্ড অ্যাভাটার লাস্ট এয়ারবেন্ডার
- স্ট্রিট ফাইটার ৬ #০
- সুইট ভ্যালি টোয়াইনস টিচার পেট স্যাম্পলার
- টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস
- টম হল্যান্ড'স ফ্রাইট নাইট #১ এফসিবিডি এডিশন
- ওয়েস্ট অভ সানডাউন #১
আপনি কতগুলো কমিক নিতে পারবেন?
এটি নির্ভর করে অনেকগুলো বিষয়ের ওপর। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রতিটি দোকানের নিজস্ব নীতি। কিছু কিছু দোকান থেকে একজন আগ্রহী ব্যক্তি তিনটির বেশি গোল্ড কমিক ও অল্প কিছু সিলভার কমিক নিতে পারেন।
তবে এটি নির্ভর করে দোকানে কতগুলো কমিক মজুত আছে এবং আপনি কত আগে যাচ্ছেন তার ওপর।